নির্বাচনের আদর্শ আচরণ বিধি জারি হওয়ার পর থেকেই কমিশন বারংবার জানিয়ে দিয়েছিল কোনও সরকারি সম্পত্তি নিয়ে প্রচার করা যাবে না। যদিও সেই নির্দেশ মানেনি বিজেপি। বারবার রেলের কামরা থেকে শুরু করে নানা জায়গায় প্রচার চালিয়েছে মোদী শিবির। কমিশন শো-কজও করেছে তাঁদের। কিন্তু বিজেপি কথা শোনার পাত্র নয়। তাই ফের কমিশনের নির্দেশ অমান্য করে ভাঙড়ের ব্যাওতা পঞ্চায়েতের কুলবেড়িয়া এলাকায় সরকারি ইলেকট্রিক পোস্টে দলীয় পতাকা লাগিয়েছিল বিজেপি। এই খবর পেয়েই সঙ্গে সঙ্গে তা খুলে ফেলেন নির্বাচনী আধিকারিকেরা।
যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অনুপম হাজরার সমর্থনে ভাঙড়ের কুলবেড়িয়া এলাকায় সরকারি জায়গায় দলীয় পতাকা লাগান স্থানীয় বিজেপি কর্মী সমর্থকরা। স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, রাতের অন্ধকারে বিজেপি কর্মীরা কুলবেড়িয়া এলাকার বিভিন্ন সরকারি জায়গায় এবং ইলেকট্রিক পোস্টে তাঁদের দলীয় পতাকা লাগিয়েছেন। এটা নির্বাচন বিধিভঙ্গ করেছে।
ইলেকট্রিক পোস্টে বিজেপির পতাকা দেখেই সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করে তৃণমূল। আর অভিযোগ পাওয়ার খানিকক্ষণের মধ্যেই কমিশনের আধিকারিকেরা এসে তা খুলে ফেলেন। যদিও এই ঘটনা নতুন কিছু নয়। তাই চলতি লোকসভা নির্বাচনের আর যে কটি দিন বাকি আছে তাতে যে বিজেপির সুমতি হবে এমন আশা সোনার পাথরবাটির সমান।