চৌকিদারের সভায় তাঁর ভাষণবাজি শুনে ‘চাঙ্গা’ হয়েই ‘বীরপুঙ্গবরা’ ছুটে গেছিলেন পতিতাপল্লী। এবার সেখান থেকেই ১১ জনকে গ্রেফতার করল মহিষাদল থানা। হ্যাঁ ধৃতদের সকলেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা থেকে ফিরছিলেন। সভা থেকে ফেরার পথেই তারা পতিতাপল্লীতে গিয়েছিলেন বলে জানা যায়। আর সেখান থেকেই তাদের গ্রেফতার করে পুলিশ।
প্রসঙ্গত, সোমবার রাজ্যের দুই জায়গায় সভা করেন মোদী। প্রথম সভা অনুষ্ঠিত হয় হলদিয়ায় এবং পরেরটি হয় ঝাড়গ্রামে। ধৃতেরা সকলেই হলদিয়ায় যাওয়া বিজেপি কর্মী বলে দাবি করেছে পুলিশ। মহিষাদল থানার পক্ষ থেকে জানান হয়েছে যে ওই দিন রাতের দিকে কাপাসবেরিয়া এলাকায় অভিযান চালানো হয়। কাপাসবেরিয়া এলাকায় পতিতাপল্লী রয়েছে। বিভিন্ন সময়েই সেই সকল এলাকায় অভিযান চালিয়ে থাকে পুলিশ। সোমবার তেমনই অভিযান চালানো হয়েছিল। এবং সেই অভিযানেই ১১ জন বিজেপি কর্মীকে গ্রেফতার করা হয়। যারা সকলেই হলদিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় গিয়েছিলেন।
পুলিশের এক কর্মী জানিয়েছেন যে, কাপাসবেরিয়ার পতিতাপল্লী এলাকায় একাধিক গাড়ি দেখেই প্রথমে সন্দেহ হয়েছিল। মনে করা হয়েছিল যে বাইরে থেকে আসা কোনও পর্যতকের দল হয়তো পতিতাপল্লীতে এসেছে। মোদীর সভা থেকে ফেরার পথে বিজেপি কর্মীরা পতিতাপল্লীতে যাবে তা কল্পনার অতীত ছিল বলে দাবি করেছে পুলিশ। ওই বিজেপি কর্মীদের তিনটি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। মোদীর সভা থেকেই কাপাসবেরিয়ার পতিতাপল্লীতে যাওয়ার কথা ধৃতেরা সকলেই স্বীকার করে নিয়েছেন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। যার ফলে স্বাভাবিকভাবেই মুখ পুড়েছে প্রধানমন্ত্রীর। এবং পাশাপাশি ভোট মরশুমে ফের অস্বস্তিতে গেরুয়া শিবির।