এতদিন শুধু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন সুস্থ মন এবং শরীরের জন্যই নরেন্দ্র মোদীর ভালো করে ঘুম দরকার। এবার একইকথা বললেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মানসিক সুস্থতা হারিয়েছেন, ওনার ঘুম দরকার বলে মন্তব্য করেন বাঘেল।
রায়পুরে একটি সাংবাদিক সম্মেলনে ভূপেশ বাঘেল বলেন, ‘রাজীব গান্ধীজি বহু বছর আগে প্রয়াত হয়েছেন। এখন নির্বাচনের সময় তাঁকে নিয়ে কথা বলায় প্রমাণিত যে নরেন্দ্র মোদী মানসিক সুস্থতা হারিয়েছেন। তাঁর চিকিত্সার দরকার। অনেক সময় ঘুম কম হলে এরকম হয়’। মোদীকে বাঘেলের পরামর্শ, তাঁর চিকিৎসা এবং ভালো করে ঘুমের প্রয়োজন। কারণ মোদী নিজেই বলে থাকেন তিনি তিন–চার ঘণ্টার বেশি ঘুমোতে পারেন না। চিকিৎসকরা বলেন, যারা কম ঘুমোন তাঁদের মানসিক স্থিতিশীলতা নষ্ট হয়ে যায়।
মোদী গত সপ্তাহে লখনউতে প্রচারে গিয়ে রাহুলকে কটাক্ষ করতে গিয়ে বলেছিলেন, তাঁর বাবা একনম্বর ভ্রষ্টাচারী ছিলেন। মোদীর ওই মন্তব্যের সাফাইয়ে নিজেদের বক্তব্য রেখেছেন বিজেপি নেতারা। কংগ্রেস মোদীর ওই মন্তব্যের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছে। তারই রেশ টেনে বাঘেলের এই আক্রমণ। বাঘেল, রাহুল, প্রিয়াঙ্কা ছাড়াও মোদীর এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন অখিলেশ যাদব এবং অরবিন্দ কেজরিওয়ালের মতো বিরোধী নেতারাও।