‘জীবনের প্রথম ভোট বাংলার পক্ষে দেবে, না বিপক্ষে দেবে, সিদ্ধান্ত তোমার, পছন্দ তোমার।’ দিন কয়েক আগেই এই গানের জাদুতে প্রথম ভোটারদের মন জয় করে নিয়েছিল তৃণমূল। আগেই মুক্তি পেয়েছিল দু’-দুটি প্রচার ভিডিও। তাতে ভাল সাড়া মিলতেই এবার প্রথম ভোটারদের জন্য তৃতীয় প্রচার ভিডিও আনল তৃণমূল। উল্লেখ্য ‘প্রথম ভোট বাংলার পক্ষে না বিপক্ষে’ – এই কথাটি যুব তৃণমূলের সর্বভারতীয় সভাপতি তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত। তাঁর ভাবনা ও পরিকল্পনা অনুযায়ী গানের বাকি কথা লিখেছিলেন ও সুর দিয়েছিলেন রূপম ইসলাম। সেই গানকেই নতুন ভিডিওর মাধ্যমে প্রকাশ করেছে তৃণমূল। উদ্দেশ্য একই- নয়া প্রজন্মের ভোটারদের সচেতনতা।
সোমবার পঞ্চম দফার ভোট শেষ হতেই দলের টুইটার হ্যান্ডেল থেকে নতুন এই ভিডিওটি টুইট আপলোড করা হয়। এর আগে প্রথম ভোটারদের বার্তা দিয়ে ফেসবুক-টুইটার-ইনস্টাগ্রামে নিজেদের প্রচার ভিডিয়ো ছড়িয়ে দিয়েছিল তৃণমূল কংগ্রেস। অধুনা ইউটিউবে দাপিয়ে বেড়ানো আধুনিক লিরিক ভিডিওর মাধ্যমে ও অ্যানিমেশনের সাহায্যে নয়া প্রজন্মের কাছে ‘প্রথম ভোট’ এর গুরুত্ব তুলে ধরা হয়েছিল। আর নয়া এই ভিডিও যেন বাংলার সংস্কৃতির একেবারে মেলবন্ধন। এই ভিডিওতে দেখা যাবে একদল তরুণ-তরুণীকে উচ্ছ্বাসের সঙ্গে এই র্যাপ গানটির তালে তালে নাচ করতে। ছৌনাচ থেকে ধুনুচি নাচ- বাদ নেই কিছুই। তবে শুধু সংস্কৃতির প্রতিচ্ছবিই নয়। সেইসঙ্গে এই ‘কুল’ ভিডিওয় তুলে ধরা হয়েছে বাংলার উন্নয়নের একের পর এক প্রকল্পের ছবিও।
গানের শুরুতেই বলা হচ্ছে, ‘এবারের ভোট যাদের জীবনের প্রথম ভোট/ তারা জেনে নাও, বুঝে নাও, শুনে নাও, গুণে নাও/ জীবনের প্রথম ভোট বাংলার পক্ষে দেবে, না বিপক্ষে দেবে, সিদ্ধান্ত তোমার, পছন্দ তোমার।’ এছাড়াও গোটা গানে তৃণমূল শাসনে বাংলার উন্নয়নের কথা বলা হয়েছে। এসেছে কন্যাশ্রী, যুবশ্রী, শিক্ষাশ্রী, রূপশ্রী এবং সবুজ সাথী প্রকল্পের কথা। কন্যাশ্রী প্রকল্পে সাত লক্ষ মহিলার উন্নতি, রূপশ্রী প্রকল্পে ২৫,০০০ টাকা, সাত বছরে ২৮টি বিশ্ববিদ্যালয় তৈরি, ৭০ লক্ষ তফসিলি জাতি ও উপজাতির ছাত্রছাত্রীদের স্কলারশিপ দেওয়া, সবুজ সাথী প্রকল্পে এক কোটি সাইকেল বিতরণের কথা বলা হয়েছে এই গানে।
উল্লেখ্য, ২০১৯ এর লোকসভা নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে একদিকে যখন দেশজুড়ে বেকারত্ব বাড়ছে, তখন বাংলায় গতিধারার হাত ধরে স্বাবলম্বী হয়েছে বেকার যুবক-যুবতীরা। রাজারহাটে তৈরী হচ্ছে সিলিকন ভ্যালি হাব – যা খুলে দেবে কর্মসংস্থানের নতুন দিগন্ত। ফিফা অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপের পর বাংলার যুবভারতী আজ দেশের সেরা স্টেডিয়াম। এই উন্নয়নের ছবি তুলে ধরেই প্রথম ভোটারদের বলা হচ্ছে, ‘ডিসিশন নিতে হবে’। তাদের ভোটটা বাংলার পক্ষে হবে না বিপক্ষে হবে? সিদ্ধান্ত ও পছন্দ সম্পূর্ণ নতুন ভোটারদের। তবে প্রথম ভোটটা শান্তি, প্রগতি, উন্নতির পক্ষে, দেশের ও বাংলার পক্ষে দেওয়ার জন্যই আবেদন করা হয়েছে।
প্রসঙ্গত, জাতীয় লোকসভা নির্বাচনে তারুণ্যের প্রভাব হবে অনস্বীকার্য। প্রায় ৫ কোটি নতুন ভোটার প্রথমবার তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে ২০ লক্ষ নতুন ভোটারই বাংলায়। গানে তাই জীবনের প্রথম ভোট দিতে যাওয়ার আগে তাঁদের এ কথাও স্মরণ করিয়ে দেওয়া হয়েছে যে, ‘ভরসা উশুল, তৃণমূল জোড়াফুল/ ভরসায় নেই ভুল, জোড়াফুল তৃণমূল।’ ভিডিওর শেষে বাংলার উন্নয়ন এবং অধিকারের স্বার্থে, ধর্মনিরপেক্ষ-প্রগতিশীল সরকার গড়ার লক্ষ্যে তৃণমূলকে ভোট দেওয়ার আহ্বানও জানানো হয়েছে প্রথম ভোটারদের উদ্দেশ্যে। আর এই গানে যে কাজও হচ্ছে, মিলেছে তার প্রমাণ। কলকাতার এক কলেজ পড়ুয়া জয়া সাহা, যিনি এই ভিডিওতে আছেন, বলেন: ‘আমার বিশ্বাস এই নতুন ভিডিওটি নতুন প্রজন্মের মধ্যে সাড়া ফেলবে।’