‘আমি সাতবার সাংসদ হয়েছি৷ প্রত্যেক বছর একলক্ষ টাকা করে পেনশন পাই৷ কিন্তু একটাকাও পেনশন নিই না৷আটবছর ধরে একটাকাও নিইনি’। মঙ্গলবার পুরুলিয়ার সাতুড়িতে একথা বলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কয়েকদিন আগে তৃণমূলকে তোলাবাজের দল বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন মমতা তারই জবাব দিলেন বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন রাজ্য সরকারের থেকে এক টাকাও বেতন নেন না। মমতা বলেছিলেন, যদি পেনশন, বেতন নিতাম তাহলে আমার বছরে আয় প্রায় লক্ষ লক্ষ টাকা হত। শুধু সরকারি টাকা নয়, কোনও সরকারি পরিষেবার সুবিধাও নেন না বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সরকারি গাড়ির বদলে নিজের পুরনো গাড়িটিই ব্যবহার করেন তিনি। এমনকী সরকারি কাজে সার্কিট হাউসে থাকলেও সেই খরচ সরকারি কোষাগার থেকে নয়, নিজের থেকেই খরচ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন নির্বাচনী প্রচারে পুরুলিয়ায় মমতা বলেন, ‘আমি অনেকগুলো বই লিখেছি৷ সেই বইগুলো থেকেই যে রয়্যালটি আসে সেটা দিয়ে আমার চলে যায়৷এছাড়া গানের লিরিক লিখেও বেশ কিছু টাকা উপার্জন হয়’। যদিও এর বেশিরভাগই তিনি সমাজসেবার কাজে ব্যয় করেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃণমূলকে তোলাবাজের দল বলায় এদিন একটা একটা করে তারই জবাব দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, ‘প্রচুর টাকা নিয়ে নেমেছে বিজেপি। টাকা দিয়ে ভোট চাইছে। সাতবার সাংসদ হয়েছি, পেনশন নিইনি। কিছু মানুষ আছেন যাঁদের লোভের শেষ নেই। তৃণমূলকে তোলাবাজের দল বলছে মোদি। শুনলে মনে হয় মোদীকে গণতন্ত্রের থাপ্পড় দিই’।