বুধবার ইন্দাসের আকুই ফুটবল মাঠে বিষ্ণুপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী শ্যামল সাঁতরার সমর্থনে নির্বাচনী সভা করলেন রাজ্যের ক্ষুদ্র ও কুটিরশিল্প মন্ত্রী স্বপন দেবনাথ। সভামঞ্চ থেকে শ্যামলের ভূয়সী প্রশংসা করলেন স্বপন।
‘শ্যামল ভালো ছেলে, কাজের ছেলে। ওর জয় এখন সময়ের অপেক্ষা মাত্র’। সভামঞ্চ থেকে এভাবেই শ্যামলের সম্পর্কে দরাজ সার্টিফিকেট দিলেন স্বপন। যেভাবে শ্যামল পূর্ণ উদ্যমে কাজ করেছেন বিষ্ণুপুরের জন্যে, দিনরাত এক করে যেভাবে প্রচার চালাচ্ছেন তাতে এই কেন্দ্রে যে শ্যামলের জয় নিশ্চিত তা তিনিও জানিয়ে দেন। জেতার পরেও যে এই একই উদ্যমে এলাকার জন্যে কাজ করবেন তাও জানান তিনি।
তিনি রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সাফল্যের খতিয়ান তুলে ধরেন। তিনি বলেন, বিগত আট বছরে গ্রামীণ বাংলার যেভাবে উন্নতি হয়েছে স্বাধীনতার এতো গুলো বছরেও তা হয়নি। এদিনের জনসভায় মানুষের উপস্থিতি দেখে উচ্ছসিত মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র থেকে শ্যামল সাঁতরার জয় এখন সময়ের অপেক্ষা মাত্র। এদিন তিনি উপস্থিত মানুষের কাছে ‘ভালো ছেলে, কাজের ছেলে’ শ্যামল সাঁতরাকে বিপুল ভোটে জয়ী করার আবেদনও জানান।
শ্যামলের প্রশংসা করার সঙ্গেই এদিন সভামঞ্চ থেকে মোদীকেও কটাক্ষ করেন তিনি। তিনি বলেন, “সরকার ধর্ম নিয়ে রাজনীতি করতেই গত পাঁচ বছর ধরে ব্যস্ত ছিল। সাধারণ গরীব খেটে খাওয়া মানুষের জন্য উল্লেখযোগ্য কোন কাজই করেনি। সেই দিক দিয়ে সীমিত ক্ষমতা ও পূর্বতন বাম সরকারের দেনা মাথায় নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলার মানুষের জন্য কাজ করে চলেছেন তা দৃষ্টান্তস্বরূপ”।