আগামীকাল ঘণ্টায় প্রায় ২০৫ কিলোমিটার বেগে শক্তিশালী ঘূর্ণিঝড় উড়িষ্যার উপকূলে আছড়ে পড়তে চলেছে। সুপার সাইক্লোন “ফণী”র আশঙ্কায় পুরী থেকে সব পর্যটককে সরিয়ে দেওয়া হয়েছে। হাওড়া থেকে পুরী যওয়ার জগন্নাথ ও পুরী এক্সপ্রেস বাতিল করা হয়েছে। কিন্তু ফণী তান্ডবের আগেই সতর্কতার কারণে এখনও পর্যন্ত দক্ষিণভারত, উড়িষ্যা এবং এ রাজ্যের মধ্যে প্রায় ৪৩টি দূরপাল্লার ট্রেন বাতিল হল। পরিস্থিতি বুঝে অন্যান্য ট্রেনের গতিপথ পরিবর্তন বা বাতিল করা হতে পারে।
দক্ষিণ-পূর্ব রেল সূত্রে খবর, হাওড়া-শিয়ালদহ এবং দক্ষিণভারত-উড়িষ্যার মধ্যে বাতিল হয়েছে হাওড়া-পুরী শতাব্দী এক্সপ্রেস, করমণ্ডল, হাওড়া যশবন্তপুর এক্সপ্রেস, ফলকনামা, হাওড়া-মাইসুরু, রৌরকেলা-ভূবনেশ্বর সুপারফাস্ট এক্সপ্রেস। বাতিল হয়েছে,
সাঁতরাগাছি-ম্যাঙ্গালুরু সেন্ট্রাল বিবেক এক্সপ্রেস, হাওড়া চেন্নাই মেল, সাঁতরাহাছি-চেন্নাই স্পেশ্যাল, খড়গপুর-ভিল্লাপুরাম এক্সপ্রেস, হাওড়া-ভূবনেশ্বর জনশতাব্দী, দুরন্ত, হামসফর, ধৌলি এক্সপ্রেস, সেকন্দরাবাদ-শালিমার উইকলি, পুরী-হাওড়া শ্রীজগন্নাথ এক্সপ্রেস, হায়দরাবাদ-হাওড়া ইস্ট কোস্ট এক্সপ্রেস। সতর্ক জারি করা হয়েছে বিমান পরিষেবাতেও।