পথে-ঘাটে যেখানেই শিশুদের দেখতে পান কোলে তুলে নেন মমতা বন্দ্যোপাধ্যায়। কখনওবা একটু আদর করে দেন। তিনি ছোটদের যে কতটা ভালোবাসেন তারই এক ঝলক দেখা গেল মঙ্গলবার আমডাঙ্গার সভায়।
এদিন আমডাঙ্গায় নির্বাচনী প্রচারে এসেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চে তখন বক্তব্য রাখছিলেন মমতা। সেইসময় হঠাৎই দর্শকাসনে চাপানউতোর। কী হয়েছে? খোঁজ নেন মমতা। জানা যায়, সভাস্থলে এক মহিলার বাচ্চা হারিয়ে গেছে। এই খবর জানা মাত্র বক্তব্য থামিয়ে দেন মমতা। মঞ্চ থেকেই মাইকে ঘোষণা করেন, ‘বাচ্চা হারিয়ে গিয়েছে, কিন্তু খুঁজে পাওয়া যাবে। বসে পড়ুন। পুলিশকে বলে নামটা লিখে আনুন, আমি মাইকে ঘোষণা করছি’।
শুধু তাই নয়, দলের নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘একটু দেখো, মিটিং নষ্ট হচ্ছে তো। বাচ্চা খোঁজো আগে।’ এর কিছুক্ষণের মধ্যেই শিশুটির খোঁজ পাওয়া গেলে আবার বক্তব্য রাখতে শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এমন ঘটনায় মুগ্ধ রাজনৈতিক বিশ্লেষকরা। তাঁদের কথায়, শুধু সৌজন্য নয়, মানবিকতার এক অনন্য নজির সৃষ্টি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি যে সবার আগে জনগণকে রাখেন, সবার আগে তাঁদের ভালো-মন্দের ব্যবস্থা করেন, এই ঘটনা সেটাই আরেকবার প্রমাণ করল।