কেন রাজীব কুমারকে গ্রেপ্তার করে জেরা করা প্রয়োজন, সিবিআই-এর কাছে তার তথ্যপ্রমাণ চেয়ে যথাযোগ্য কারণ জানতে চাইল দেশের শীর্ষ আদালত। রাজীব কুমার বনাম সিবিআই মামলায় প্রধান বিচারপতি জানালেন, এই তথ্যপ্রমাণ পেলে তারপর গ্রেফতারের নির্দেশ দেওয়ার কথা ভাবব।
সুপ্রিম কোর্টের নির্দেশে শিলংয়ে রাজীব কুমারকে ৪০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে সিবিআই। তারপরই শীর্ষ আদালতের কাছে কলকাতার প্রাক্তন সিপিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করে সিবিআই। মঙ্গলবার মামলার শুনানিতে প্রধান বিচারপতি সিবিআইকে বলেন, কোন প্রমাণের ভিত্তিতে রাজীব কুমারকে গ্রেফতার করতে চাইছেন তা আদালতে পেশ করুন। কেন তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় তারা, তার পূর্ণাঙ্গ প্রমাণ জমা দিতে হবে সিবিআইকে৷ পাশাপাশি, আদালতকে বোঝাতে হবে, হেফাজতে নেওয়ার আবেদন করার কারণ কী? উল্লেখ্য আগামীকাল অর্থাৎ বুধবার সুপ্রিম কোর্টে সিবিআইয়ের করা আবেদনের শুনানি হবে বলে জানা গিয়েছে৷
সিবিআইয়ের পেশ করা প্রমাণে আদালত সন্তুষ্ট হলে তবেই রাজীব কুমারের গ্রেফতারি নিয়ে ভাবনাচিন্তা করা হবে বলে জানিয়েছে দেশের শীর্ষ আদালত। বুধ ও বৃহস্পতিবার এই মামলার শুনানি চলবে। বুধবার প্রমাণ পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে সিবিআইকে। সার্চ ওয়ারেন্ট না থাকা সত্ত্বেও কেন আপনারা রাজীব কুমারের বাসভবনে তল্লাশি করতে গিয়েছিলেন, এদিনের শুনানিতে বিচারপতি সিবিআইয়ের আইনজীবীকে এই প্রশ্নও করেন।