‘ফাইল পোড়াচ্ছেন নরেন্দ্র মোদী’ এমনই বিস্ফোরক মন্তব্য করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। মঙ্গলবার দুপুরে দিল্লীর শাস্ত্রী ভবনে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে এই মন্তব্য রাহুলের।
প্রসঙ্গত, নয়াদিল্লীর সংসদ ভবনের সামনেই শাস্ত্রী ভবনে আগুন লেগে যায়। এই শাস্ত্রী ভবনে শিক্ষা, তথ্য ও সম্প্রচার, কোম্পানি বিষয়ক দপ্তরের অফিস আছে। খবর পেয়ে ঘটনাস্থলে সাতটি দমকলের ইঞ্জিন পৌঁছায়। পুলিশ সূত্রে খবর, এই ভবনের সাত তলায় আগুন লেগেছে। তাকেই মোদীর ফাইল পোড়ানোর ‘ষড়যন্ত্র’ বলে মনে করছেন রাহুল। তিনি বলেন যে ফাইল পোড়াচ্ছেন নরেন্দ্র মোদী। এও বলেন যে মোদীজি ফাইল পুরিয়েও আপনি বাঁচতে পারবেন না। আপনার বিচারের দিন আসন্ন।
উল্লেখ্য, ফাইল পোড়ানোর ব্যাপারটি ব্যবসায়ী ও সরকারি মহলে এতদিনে প্রায় কিম্বদন্তী হয়ে গিয়েছে। সাধারণ ধারনা হল, আয়কর হানা বা শুল্ক দফতরের হানার আগে অনেক ব্যবসায়ী ফাইল পোড়ান। এমনও বলা হয় এক শ্রেণির ব্যবসায়ী নাকি আয়কর রিটার্ন পেশের সময় আসন্ন হলে নিজেরাই ফাইলে আগুন ধরিয়ে দিয়ে অগ্নিকাণ্ড বলে চালান। তা ছাড়া বিমা কোম্পানির কাছ থেকে টাকা আদায়ের জন্যও আগুন লাগানোর ঘটনা ঘটে বলে অভিযোগ। ফাইল পোড়ানো বলে রাহুল মন্তব্য করায় নয়াদিল্লির রাজনৈতিক মহলে সাড়া পড়ে গিয়েছে।