নিউজিল্যান্ড ওপেনে জিততে প্রত্যাশী সাইনা নেহওয়াল। ২৯ বছর বয়সী হায়দ্রাবাদের এই খেলোয়াড় নিউজিল্যান্ড ওপেন জিতলে মরশুমের দ্বিতীয় খেতাব জিতবেন। এশিয়া ব্যাডমিন্টনের কোয়ার্টার ফাইনালে হারের পর এই ম্যাচে জিততে মরিয়া সাইনা। দ্বিতীয় বাছাই সাইনা নিউজিল্যান্ড ওপেনের প্রথম রাউন্ডে খেলবেন চীনের ওয়াং ঝিই’র বিরুদ্ধে। বিশ্বের ন’নম্বর সাইনা একমাত্র ভারতীয় খেলোয়াড় হিসেবে এবছর ইন্দোনেশিয়া মাস্টার্সে চ্যাম্পিয়ন হয়েছেন। উল্লেখ্য, এশিয়ান ব্যাডমিন্টনের কোয়ার্টার ফাইনালে পিভি সিন্ধু হারলেও তিনি নিউজিল্যান্ড ওপেনে খেলছেন না।
পুরুষ সিঙ্গলসে বিশ্বের ২০ ও ২১ নম্বর বি সাই প্রণীত ও এইচ এস প্রণয় স্বাভাবিকভাবেই মূলপর্বে উঠে এসেছেন শুভঙ্কর দে’র সঙ্গে। অজয় জয়রাম, পারুপল্লী কাশ্যপ, লক্ষ্য সেন বাছাই পর্বে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বি সাই প্রণীত প্রথম রাউন্ডে খেলবেন শুভঙ্কর দে’র সঙ্গে। প্রণয় প্রথম রাউন্ডে খেলবেন সিঙ্গাপুরের লো কিন ইয়ের বিরুদ্ধে। তবে এই টুর্নামেন্টে ভারতের এক অনামী প্লেয়ারের দিকে চোখ থাকবে। অনুরা প্রভুদেশাই। মহিলা সিঙ্গলসের প্রথম রাউন্ডে তিনি খেলবেন ষষ্ঠ বাছাই লি জুরুইয়ের বিরুদ্ধে।