শুক্রবার ঝড় বৃষ্টি উপেক্ষা করে তাহেরপুরে সভা করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এই মাঠেই মঙ্গলবার সভা করে গেছেন মোদী। বলাই বাহুল্য পার্থর সভায় যা ভিড় হয়েছিল তার ধারে কাছে ছিল না মোদীর সভা। এই সভা থেকে মোদীর কুরুচিকর ভাষা প্রয়োগের বিরুদ্ধে তোপ দাগেন পার্থ।
পার্থ বলেন, “ আমাদের প্রধানমন্ত্রী ঠিক করে কথাও বলতে পারেন না। স্টিকার দিদি আবার কি? রাজ্যের টাকা ট্যাক্স বাবদ কেন্দ্র নিয়ে যায়, তার থেকে রাজ্যের যা পাওনা সেই টাকায় উন্নয়ন হয়। তাতে স্টিকার লাগাতে হয় নাকি! উনি নিজে সবসময় ভুল করেন বলে অন্যকেও এমন উল্টোপাল্টা বলেন”।
পার্থ আরও বলেন, “ মোদী এমনভাবে সেদিন এখানে বলছিলেন যেন রাজ্যকে দেওয়া টাকা নিজের পকেট থেকে দিচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যা কাজ করেছেন তা আর কেউ করেনি। এই উন্নয়ন দেখেই মানুষ আমাদের সঙ্গে রয়েছেন। দলে দলে আমাদের সভাতে এসে ভীড় করছেন। যদিও কেন্দ্রের বঞ্চনার শিকার বাংলা”।
রানাঘাট লোকসভা কেন্দ্রের প্রার্থী রূপালি বিশ্বাসকে নিয়ে মঞ্চে দাঁড়িয়ে পার্থ বলেন, “ এই নদিয়া জেলায় আরও উন্নয়নের কাজ করতে আপনারা রূপালিকে ভোট দিন। একমাত্র আমরাই সবসময়ে মানুষের পাশে থাকি, বাকিরা ভোটের পাখি”।
এদিন সভার শুরুতে ব্যাপক ঝড় বৃষ্টি হয়। পরে বৃষ্টি কমতেই ভিড় উপচে পড়ে সভায়। গতকাল পার্থর সঙ্গে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী। তাঁদের আসার খবরে সভায় ভিড় বাড়ে আরও। ছাতা মাথায় দিয়ে বক্তব্য পেশ করতে মঞ্চে ওঠেন পার্থ।