তিনি নিয়মমাফিক একের পর এক বিতর্ক তৈরি করে চলেছেন। আর কমিশন একের পর এক নোটিস তাঁকে পাঠিয়ে যাচ্ছেন। বেলাগম মন্তব্য এবং ব্যাক্তিগত আক্রমণ করেই চলেছেন তিনি। আর কেউ নন, তিনি হলেন মালেগাঁও বিস্ফোরণে অন্যতম অভিযুক্ত সাধ্বী প্রজ্ঞা সিং ঠাকুর। অবশ্য এখন তিনি বিজেপি’র প্রার্থীও বটে। এই নিয়ে নির্বাচন কমিশন শুক্রবার তাঁকে তৃতীয় নোটিশটি পাঠালো। কারণ তিনি দিগ্বিজয় সিংকে সন্ত্রাসবাদী বলে আক্রমণ করেছেন। মধ্যপ্রদেশে নির্বাচনী প্রচারে গিয়ে সাধ্বী বলেন, “একজন সন্ন্যাসী চাইছে এক সন্ত্রাসবাদীকে মুছে ফেলতে”। এই মন্তব্যের জেরেই নির্বাচন কমিশন জেলা কালেক্টরের কাছে রিপোর্ট তলব করে মন্তব্যটি নিয়ে।
উল্লেখ্য, তিনি বলেছিলেন, বাবরি মসজিদ ধ্বংস করে তিনি গর্বিত। তখনও তাঁকে নোটিস পাঠানো হল। এবার নিকটতম প্রতিদ্বন্দ্বিকে সন্ত্রাসবাদী বলায় ফের তাঁকে নোটিশ পাঠানো হল। এর আগে একবার তিনি বলেছিলেন, এটিএস প্রধান হেমন্ত কারকারে–কে তিনি অভিশাপ দিয়েছিলেন বলেই তাঁর মৃত্যু হয়েছে। তখন এই মন্তব্যের জন্য নোটিশ পাঠিয়েছিল নির্বাচন কমিশন।