গতকাল আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অপরূপা পোদ্দার তারকেশ্বর বিধান্সভা ও ধনেখালি থানার অন্তর্গত গোপীনাথপুর ১ ও ২ পঞ্চায়েত এলাকায় প্রচার করেন। হুডখোলা ৩০ টি টোটো, ৫০টি বাইক নিয়ে শোভাযাত্রা করেন তিনি। এই শোভাযাত্রায় মানুষের ভিড় ছি চোখে পড়ার মতো। এদিন তৃণমূল প্রার্থী নারায়ণপুর, জিয়াড়া, কমরুল, কালিকাপুর প্রভৃতি স্থানে প্রচার করেন। প্রার্থীর সঙ্গে ছিলেন, হুগলী জেলা কৃষক খেতমজুর সংগঠনের সভাপতি রামেন্দু সিংহরায়। এদিন প্রায় ৩০ কিলোমিটার এয়াকায় প্রচার করেন তৃণমূল প্রার্থী।
প্রচারে বেরিয়ে অপরূপা পোদ্দার বলেন, “আরামবাগ লোকসভা কেন্দ্রে যে পরিমাণ উন্নয়ন হয়েছে তাতে তৃণমূল ছাড়া অন্য কোনো দলের উপর আস্থা রাখবেন না মানুষ। গতবারের থেকেও বেশি ভোটে জিতবে মা-মাটি-মানুষের সরকার”। তারকেশ্বর বিধান্সভার অন্তর্গত ধনেখালি এলাকার পাঁচটি পঞ্চায়েত বরাবর লোকসভা, বিধানসভা ভোটে এগিয়ে থেকেছে তৃণমূল। এবারও তার অন্যথা হবে না। বরং লিড ভোট নিয়ে জিতবে মা-মাটি-মানুষের সরকার।