বন্ধুত্বের মধ্যে রাজনীতি এসে গেলে সেই বন্ধুত্বে ধরে চিড়। এমন উদাহরণ আছে ভুরি ভুরি। একই বন্ধু গ্রূপে থাকেন বিভিন্ন রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী মানুষ। আর তাতেই ধরে চিড়। চলতি লোকসভা নির্বাচনে এ এক অন্য চিত্র।
এবার রাজনীতির জন্য বন্ধুত্বকে আর নষ্ট নয়। বরং একসঙ্গে আর সেই বিষয়টাকেই তুলে ধরতে অদ্ভূত দৃশ্য দেখা গেল কেরালার রাস্তায়। একই গাড়িতে তিনটি রাজনৈতিক দলের পতাকা। বিজেপি, কংগ্রেস, আর বামেদের। কিন্তু বন্ধুত্ব এমনই অটুট যে তিন আলাদা রাজনৈতিক মনোভাবাপন্ন হয়েও তারা বন্ধুত্বের জয়গান গাইছে সোচ্চারে।
আর এই ছবি সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় প্রশংসা বন্যা। প্রচুর শেয়ার, প্রচুর কমেন্ট। সকলেরই মূল বক্তব্য মোটামুটি এক, এমনটাই তো চাই। বন্ধুত্বের জন্য জান কুরবান, রাজনীতি তো সেখানে নিতান্তই ক্ষুদ্র বিষয়।
এই চিত্রই আমরা দেখতে চাই। সেখানে হিংসা নয় ভালোবাসাই প্রাধান্য পাবে আশা সকলের। শুধুমাত্র ভিন্ন রাজনৈতিক মতাদর্শের জন্য নিজেদের বন্ধুত্বকে নষ্ট করা উচিৎ নয়। এমনই ডাক দিয়েছেন এই চিত্র।