রাজনীতির ময়দানে পাঁচ বছর কাটিয়ে ফেলা দেব পূর্বের তুলনায় আরও অনেক বেশি দৃঢ়, পরিণত৷ লোকসভা নির্বাচনের প্রচারে যেখানেই যাচ্ছেন জ্বালাময়ী বক্তব্যে তুলে ধরছেন মোদীর ব্যর্থতা৷
মঙ্গলবার অভিনেতা তথা ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেব দাঁইহাট ও কালনার সুলতানপুরে প্রার্থী সুনীল মন্ডলের সমর্থনে নির্বাচনী সভা করার পর বিকেলে বর্ধমান শহরে রোড-শো করেন। এদিন দাঁইহাট উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রথম সভা করেন দেব।
সেখানে তিনি বলেন, “আমি ভোট চাইতে আসিনি। আপনাদের কাছে সুনীল মণ্ডলের জন্য আশীর্বাদ চাইতে এসেছি। তিনি আরও বলেন, ধর্ম নিয়ে রাজনীতি হচ্ছে। গরিব মানুষকে নিয়ে কেউ ভাবছে না। এই ধর্মের রাজনীতিকে ছুঁড়ে ফেলে দিন। ধর্মের রাজনীতি করে ব্রিটিশরা দু’শো বছর রাজত্ব করেছিল। কেন্দ্রের ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ প্রকল্প নিয়ে বলেন, কেন্দ্রীয় সরকার ওই প্রকল্পের জন্য মোট ২৯টি রাজ্যে মাত্র ৬৫০কোটি টাকা খরচ করে। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাত বছরে ৭ হাজার কোটি টাকা কন্যাশ্রী প্রকল্পে খরচ করেছেন। তাছাড়া কেন্দ্রীয় সরকারের নোটবন্দির জন্য দেশে ১৬০ জন মানুষ মারা গিয়েছেন। আরও দু’কোটি যুবক চাকরি খুইয়েছেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে সাত বছরে এক কোটি বেকারের চাকরি দিয়েছেন”।
তীব্র রোদ উপেক্ষা করেও সভাস্থলে ছিল মানুষের ঠাসা ভীড়৷ মিনিট পনেরোর বক্তব্যতেই সকলের মন জয় করে নেন দেব৷ তিনি আরও বলেন, ” এবারের ভোটে আমাদের মূল হাতিয়ার হল মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন৷ সুনীল মন্ডল যাতে রাজ্যের আরও উন্নতি করতে পারেন তাই তাকে দ্বিতীয়বারও বিপুল ভোটে জয়ী করুন আপনারা”৷
দেবকে দেখার জন্য দাঁইহাটের সভায় ব্যাপক জমায়েত হয়েছিল। দেব ছাড়াও সভায় উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি তথা মন্ত্রী স্বপন দেবনাথ, কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, বর্ধমান পূর্ব কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুনীল মণ্ডল প্রমুখ। দাঁইহাটের সভা শেষে দেব কালনার সুলতানপুরে নির্বাচনী সভায় অংশ নেন।
সেখানে তিনি বলেন, আমরা ৪২-এর ৪২টি আসনে জিতব। গত সাত বছরে দিদি যা উন্নয়ন করেছেন বিগত সত্তর বছরেও তা হয়নি। দিদি বাংলার জন্য অনেক কিছু করেছেন। উন্নয়ন কাকে বলে, কীভাবে করতে হয়, তিনি দেখিয়ে দিয়েছেন। রূপশ্রী, খাদ্যসাথী, সবুজসাথী সহ আরও নানা প্রকল্প চালু করেছেন। পাহাড় ও জঙ্গলমহল শান্ত হয়েছে। গীতাঞ্জলি প্রকল্পে বহু গরিব মানুষ ঘর পেয়েছেন। হাসপাতাল, বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছে। তাই আপনারা তৃণমূল প্রার্থীকে আশীর্বাদ করুন।
সভায় স্বপন দেবনাথ, জেলা পরিষদের সহ সভাধিপতি দেবু টুডু, কালনার বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডু প্রমুখ উপস্থিত ছিলেন। এদিনের সভায় দেবকে দেখতে আশেপাশের গ্রাম থেকে কাতারে কাতারে মানুষ গরম উপেক্ষা করে সভাস্থলে হাজির হন। মহিলাদের উপস্থিতি ছিল নজরকাড়া।