কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ভগবানগোলার ঘটনার ব্যাপারে গতকাল বলেন, “আমি যতদূর খবর পেয়েছি, পুরোনো পারিবারিক বিবাদের জেরেই এই ঘটনা। এটাকে রাজনৈতিক রঙ দেওয়া ঠিক নয়৷ দুর্ভাগ্যবশত ভোটের দিন ওখানে এই বিবাদ হয়েছে”। তবে এই ব্যাপারে কমিশনের এই ধরণের পক্ষপাতিত্ব আগে চোখে পড়েনি। তৃণমূল ব্যস্ত থাকে মানুষকে ভালো রাখতে। এই দলে অভিযোগের কোনো জায়গা নেই। মনে রাখা দরকার মানুষ শান্তিপূর্ণ ভোট চায়, এমনটাই মন্তব্য করেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।
গতকাল বাংলার বুথগুলোর মধ্যে ৯২ শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী ছিল। পরের দফা গুলোতে আরো বেশি করে কেন্দ্রীয় বাহিনী নিয়োগ করা হবে বলে জানিয়েছে কমিশন। তবে এবার সাধারণ মানুষ বেশি করে বুথমুখী হচ্ছে। অনেক মানুষ, নতুন ভোটাররা ভোট দিতে বিশেষ ভাবে আগ্রহী। গণতন্ত্রের সর্ববৃহৎ উৎসবে ভোটারদের মধ্যে এই আগ্রহ গণতন্ত্রের পক্ষে ভালো।