চলতি লোকসভা নির্বাচনে নানা রকম আকর্ষনীয় উপায় অবলম্বন করেছে মমতার তৃণমূল৷ তার মধ্যে অন্যতম হল ঝুমুর গান৷ ঝুমুর গানের মধ্যে দিয়েই মানুষের সামনে আরও প্রকট হচ্ছে মমতার উন্নয়ন৷
‘আইসো ধরো হাতে/এই তৃণমূলের আন্দোলনে/আমরা সবাই ঝাঁপ দিব/এই মমতাদির আন্দোলনে৷ এইভাবে গানের মাধ্যমে তৃণমূলের বিভিন্ন প্রচারে আসছেন ঝুমুর শিল্পী দম্পতি৷ সুভাষ মাহাতোর লেখা গানে মঞ্চ কাঁপাচ্ছেন তাঁর স্ত্রী অঞ্জলী মাহাতো৷
খড়্গপুরের কলাইকুন্ডার বাসিন্দা সুভাষ মাহাতো এবং স্ত্রী অঞ্জলি গত কয়েক বছর ধরে নিরলসভাবে তাঁদের গানের মাধ্যমে ঝাড়গ্রামের জেলা ছাড়িয়ে গোটা বাংলা জুড়ে ছড়িয়ে দিচ্ছেন মমতার উন্নয়ন৷
সুভাষ মাহাতো বলেছেন, “ আমাদের সরকার ধারাবাহিক ভাবে উন্নয়ন করে চলেছে। আজ শিল্পীরা আত্মপরিচয় পেয়েছে। আমরা আমাদের সেই উন্নয়নই তুলে ধরছি আমাদের গানে। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কাজ করেছেন আমাদের জন্যে আমরা কৃতজ্ঞ তাঁর কাছে”।
লোকসভা নির্বাচনের জন্যে আসছে তাঁদের নতুন সিডি ‘দিদি আসছে ঝাড়খন্ডে’ ইতিমধ্যে মাতাচ্ছে সবাইকে৷ গানগুলির মধ্যে দিয়ে মমতার বিভিন্ন প্রকল্প তুলে ধরা হয়েছে৷ আর এভাবেই গানের মাধ্যমে তৃণমূলের বিভিন্ন প্রার্থীর হয়ে প্রচার চলছে।