বর্তমান সময়ে মানুষের কাছে পৌঁছে যাওয়ার জন্যে সোশ্যাল মিডিয়া এক অন্যতম অস্ত্র। লোকসভা ভোটে প্রচারের জন্যে এবার সেই অস্ত্রকেই সম্বল করেছেন তৃণমূলের প্রার্থীরা। আরামবাগে সোশ্যাল মিডিয়া দিয়েই প্রচারে ঝড় তুলছেন প্রার্থী অপরূপা পোদ্দার।
ফেসবুক, হোয়াটসঅ্যাপ–সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তৃণমূল প্রার্থী অপরূপা পোদ্দারের সমর্থনে তাঁর অনুগামীরা অ্যাকাউন্ট খুলে প্রচার চালাচ্ছেন। সেখানে প্রতিদিনই কী কী কর্মসূচি করলেন, তার পুঙ্খানুপুঙ্খ বর্ণনা–সহ ছবি ও ভিডিও তুলে ধরা হচ্ছে। এ ছাড়াও পরবর্তী কর্মসূচি সম্পর্কে আগাম তথ্য দিয়ে রাখা হচ্ছে। ফলে সহজেই ভোটার–সহ সাধারণ মানুষ তাঁর নির্বাচনী প্রচার সম্পর্কে জানতে পারছেন। এ ছাড়াও রাজ্যের উন্নয়ন প্রকল্প ও এই লোকসভা এলাকার বিভিন্ন উন্নয়নের তালিকা দলীয় কর্মী–সমর্থকরা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিচ্ছেন। এর ফলে অতি দ্রুত তৃণমূল প্রার্থী অপরূপা পোদ্দার ভোটার তথা সাধারণ মানুষের অনেক কাছাকাছি চলে আসছেন।
এ বিষয়ে আরামবাগের এক তরুণ ভোটার সৌমিক মুখোপাধ্যায় বলেন, ‘বর্তমানে প্রত্যেকের হাতেই ইন্টারনেট যুক্ত অ্যান্ড্রয়েড ফোন। ফলে অতি সহজেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভোটারদের কাছে পৌঁছে যাওয়া সম্ভব। দেওয়াল লিখন বা ব্যানার–ফেস্টুনের তুলনায় ফেসবুক, হোয়াটসঅ্যাপের মতো মিডিয়াগুলিতে প্রচার চালানোয় অতি দ্রুত অসংখ্য ভোটারের কাছে পৌঁছনো সম্ভব হচ্ছে। এমনিতেও প্রথম থেকেই প্রচারে ঝড় তুলছে তৃণমূল আর তাতে আরও ব্যাকফুটে বিরোধীরা। এবারে সোশ্যাল মিডিয়ার এই প্রচারে ধারে ও ভারে অপরূপা অন্য প্রার্থীদের ছাড়িয়ে যাচ্ছেন বলে দাবি সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের।