লোকসভা নির্বাচন যত এগোচ্ছে বিজেপি নেতৃত্ব যেন ততই লাগাম ছাড়া হয়ে উঠছে। একের পর এক নেতানেত্রীদের মন্তব্যে তৈরি হচ্ছে বিতর্ক। এই তালিকায় নাম লেখালেন বিজেপি নেত্রী পঙ্কজা মুন্ডে। রাহুল গান্ধীকে নিয়ে করা বিতর্কিত মন্তব্যে সমালোচনার ঝড় দেশজুড়ে।
জালনার প্রচারসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, কংগ্রেস প্রেসিডেন্টের গলায় বোমা বেঁধে তাকে অন্য দেশে পাঠিয়ে দেওয়া উচিত৷ বালাকোট এয়ারস্ট্রাইক নিয়ে কংগ্রেসের বিভিন্ন নেতার প্রশ্ন তোলার প্রতিক্রিয়াস্বরূপ রাহুলের প্রতি তোপ দাগেন পঙ্কজা৷
মহরাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ এবং বিজেপি নেতা দানবে রাওসাহেব দাদারাওয়ের উপস্থিতিতে এই মন্তব্য করেন৷ এদিকে মুন্ডের এই বক্তব্যকে ঘিরে কংগ্রেস শিবিরে সমালোচনার ঝড়৷ তারা বিজেপির চিন্তাভাবনাকে ‘নিম্নমানের’ বলে নিন্দা করেন৷