রবিবার প্রিমিয়ার লিগের যাবতীয় চর্চা ছিল ম্যান ইউ বনাম এভারটনের ম্যাচ ঘিরে৷ যে ম্যাচে মাঠ জুড়ে দাপট দেখাতে পারতেন ম্যান ইউয়ের খেলোয়াড়রা,সেখানে সেই জ্বলে উঠতেই পারলেন না কেউ৷
শেষ আট ম্যাচের ছটিতেই হারল ম্যান ইউ৷ নতুন ম্যানেজার ওয়ে গুন্নার সোলসার দায়িত্ব নেওয়ার পরে রবিবার সব চেয়ে খারাপ ভাবে হারল রেড ডেভিলস। সেইসঙ্গে প্রিমিয়ার লিগে প্রথম চারে থেকে পরের বার সরাসরি চ্যাম্পিয়ন্স লিগ খেলার আশাও ক্ষীণ হয়ে গেল।
দুর্দান্ত দুই গোলে বিরতির আগেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় এভারটন। সতীর্থের লম্বা থ্রোয়িংয়ে ডি-বক্সে বল পেয়ে হেডে সামনে বাড়ান ইংলিশ ফরোয়ার্ড ডমিনিক কালভার্ট-লুইন। আর বাইসাইকেল কিকে জাল খুঁজে নেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রিশার্লিসন।
তার খানিকক্ষণের মধ্যেআচমকা শটে ব্যবধান দ্বিগুণ করেন গিলফি সিগুর্দসন। সতীর্থের পাস পেয়ে একটু এগিয়ে প্রায় ৩০ গজ দূর থেকে নিচু জোরালো শটে গোলরক্ষকে পরাস্ত করেন আইসল্যান্ডের এই মিডফিল্ডার।
দ্বিতীয়ার্ধের শুরুর দিকে আবারও গোল খেয়ে কোণঠাসা হয়ে পড়ে ইউনাইটেড। কর্নার থেকে উড়ে আসা বল গোলরক্ষক দাভিদ ডি হেয়া পাঞ্চ করার পর ডি-বক্সের বাইরে পেয়ে যান লুকাস দিনিয়ে। বাঁ পায়ের জোরালো ভলিতে লক্ষ্যভেদ করেন ফরাসি ডিফেন্ডার লুকাস দিনিয়ে।
আট মিনিট পর থিও ওয়ালকট স্কোরলাইন ৪-০ করলে ইউনাইটেডের ম্যাচে ফেরার আশা বলতে গেলে শেষ হয়ে যায়। ম্যাচের ঠিক চব্বিশ ঘণ্টা আগে পল পোগবাদের সতর্ক করে দিয়েছিলেন সোলসার। পরিষ্কার বলেছিলেন, ফুটবলাররা যতই চেষ্টা করুন নিজেদের ব্যর্থতা লুকিয়ে রাখতে পারবেন না। এবং তাঁদের তার ফলও ভুগতে হতে পারে। এমন ইঙ্গিতও দেন যে, এ ভাবে খারাপ খেললে পরের মরসুমে তাঁদের দলে নাও রাখা হতে পারে। কিন্তু এতটা কড়া বিবৃতির পরেও দেখা গেল রবিবার গুডিসন পার্কে পোগবাদের খেলায় তার কোনও ছাপ পড়ল না। সব চেয়ে হতাশাজনক বোধহয় ম্যান ইউয়ের ডিফেন্ডারদের ভূমিকা। এই মরসুমে এ বার তাদের জঘন্য পারফরম্যান্সের সৌজন্যে ইংল্যান্ডের বিখ্যাত এই ক্লাব মোট ৪৭টি গোল হজম করেছে। প্রিমিয়ার লিগের ইতিহাসে আগে কখনও যা হয়নি।
অন্যদিকে আবারও জয়ে ফিরল লিভারপুল৷ প্রিমিয়ার লিগ জেতার দিকে আরও একধাপ এগিয়ে গেল তারা। টটেনহ্যামকে হারিয়ে শনিবার টেবলে শীর্ষে উঠে এসেছিল ম্যাঞ্চেস্টার সিটি। চব্বিশ ঘণ্টা না যেতে আবার এক নম্বরে ফিরল ‘দ্য রেডস’। কার্ডিফ সিটিকে অ্যাওয়ে ম্যাচে ২-০ হারিয়ে। লিভারপুলকে রবিবার প্রথম গোলের জন্য অপেক্ষা করতে হয় ৫৭ মিনিট। ১-০ করেন ডাচ ফুটবলার জর্জিনিয়ো ওয়েইনল। দ্বিতীয় গোল পেনাল্টি থেকে করেন জেমস মিলনার ৮১ মিনিটে। ৩৫ ম্যাচে লিভারপুলের পয়েন্ট ৮৮। এক ম্যাচ কম খেলে পেপ গুয়ার্দিওলার ম্যান সিটি সেখানে ৮৬।