টাকা ছড়ানো তো হচ্ছেই, সেইসঙ্গে তৃণমূলের যত গদ্দার আছে তাদের নিয়ে ভোটে জিততে চাইছে বিজেপি। গয়েশপুরের নির্বাচনী প্রচারসভা থেকে এভাবেই মোদী সরকারের বিরুদ্ধে আক্রমণ শানালেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘তৃণমূলের এক গদ্দার সব টাকা নিয়ে চলে গেছে। সে বলছে এখানে ভোটে জিতবে। ক্ষমতা থাকলে একটা আসন জিতে দেখাক বাংলা থেকে’। উল্লেখ্য মুকুল রায়ের সঙ্গে এই ‘গদ্দার’ তালিকায় আছে ভাটপাড়ার প্রাক্তন বিধায়ক অর্জুন সিংও।
এদিন চ্যালেঞ্জের সুরে মমতা বলেন, ‘সব গদ্দাররা চলে যাও। দরজা খোলা আছে। আমার কিচ্ছু যায় আসে না’। উল্লেখ্য, মুকুলের ছেলে শুভ্রাংশুও বিজেপিতে পা বাড়িয়ে আছেন বলে জল্পনা ছড়িয়েছে। তাই মমতার এই বার্তা বিশেষ ইঙ্গিতবহ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। সেইসঙ্গে তিনি এও জানিয়ে দেন, ‘বই লিখে উপার্জন করি। চুরি করি না’। অন্যান্য সভার মতো এদিনও মমতা সংখ্যা দিয়ে বুঝিয়ে দেন বিজেপির আর ক্ষমতায় ফেরা সম্ভব নয়।
মুকুলের মতো ‘গদ্দার’দের ওপর ভরসা করে বিজেপি তথা নরেন্দ্র মোদীকে ডুবতে হবে বলেও এদিন মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘গদ্দাররা মোদীকে গ্যাস খাওয়াচ্ছে আর বলছে বাংলা দখল করবে। ওদের চেয়ার টলমল করছে, নড়বড় করছে। ধপাস-ধুম হবি কদিন বাদে’। এদিন মমতা রীতিমতো চ্যালেঞ্জের সুরে বলেন, ‘যারা বিজেপিকে গ্যাস খাওয়াচ্ছে তাদের ডুবিয়ে ছাড়বে বাংলার মানুষ। কেন্দ্র থেকে মোদী সরকার সরবেই সরবে। বাংলা একটা আসনও সেবে না। ছিল দুই হবে গোল্লা’।