উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে বাম দুর্গে ধ্বস নামিয়েছিল বিজেপি। কিন্তু উন্নয়ন হয়নি কিছুই। এমনকী কর্মসংস্থান তৈরি করতেও ব্যর্থ হয়েছে বিজেপি শাসিত ত্রিপুরা সরকার। সদ্য হওয়া এক সমীক্ষায় জানা গিয়েছে দেশে বেকারত্ব হার সবথেকে বেশি ত্রিপুরায়৷
আগামীকাল অর্থাৎ ২৩ এপ্রিল পূর্ব-ত্রিপুরা আসনে ভোটগ্রহণ৷ তার আগে এই সমীক্ষা প্রকাশ্যে আসায় চাপে পড়ে গেল রাজ্যের বিজেপি সরকার। সদ্য রাজ্যে কর্মসংস্থান নিয়ে একটি সমীক্ষা চালায় ‘সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি’ বা সিএমআইই৷ তারপরই একটি রিপোর্ট প্রকাশ করে সংস্থাটি৷ সেখানেই উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য৷ জানা গিয়েছে, ফেব্রুয়ারি ২০১৯ পর্যন্ত ত্রিপুরায় বেকারত্ব হার ২৬.১ শতাংশ, যা দেশের মধ্যে সর্বোচ্চ৷ ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে বেকারত্ব হার ছিল ৩০ শতাংশ৷ অঙ্কের হিসেবে মাত্র ৪ শতাংশ হার কমে যাওয়া প্রায় কিছুই নয়৷ তাই সমীক্ষায় স্পষ্ট বোঝা যাচ্ছে, কর্মসংস্থান তৈরি করতে চূড়ান্ত ব্যর্থ হয়েছে মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের সরকার৷
উল্লেখ্য, সম্প্রতি রাজ্যে আমলা ও পুলিশকর্মীদের নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দেয় রাজ্য সরকার৷ তারপরই উঠছে প্রশ্ন৷ ত্রিপুরা হাই কোর্টের তত্বাবধানে চলা ওই নিয়োগ প্রক্রিয়া বতিল করায় রাজ্য সরকারকে নোটিসও পাঠিয়েছে আদালত৷ আরও অভিযোগ, শিক্ষক নিয়োগ নিয়েও হস্তক্ষেপ করছে বর্তমান রাজ্য সরকার৷ বাম আমলে প্রায় ৬ হজার শিক্ষকের শূন্যপদ পূরণ করার কথা থাকলেও, বর্তমান সরকার মাত্র ১৮০টি পদের জন্য আবেদন চেয়েছে৷ সব মিলিয়ে কর্মসংস্থান ইস্যুতে চূড়ান্ত অস্বস্তিতে বিজেপি শাসিত বিপ্লব দেবের ত্রিপুরা। পায়ের তলার মটি হারাচ্ছে তারা।