চলতি মরশুমের আইপিএলের প্লে–অফ কোথায় হবে, সেবিষয়ে সরকারিভাবে এখনও কিছু ঘোষণা হয়নি। ১২ মে আইপিএল ফাইনাল। তার আগে ৫ মে–র মধ্যে আইপিএলের গ্রুপ লিগের যাবতীয় ম্যাচ শেষ হয়ে যাচ্ছে। এবার একটি অথবা দুটি প্লে–অফ আদায় করে নেওয়ার জন্য উঠেপড়ে লাগল সিএবি।
বোর্ড সূত্রে পাওয়া খবর, আইপিএলের প্লে–অফ ইডেনে দেওয়া নিয়ে ইতিমধ্যেই ভাবনাচিন্তা শুরু করেছে ভারতীয় ক্রিকেট বোর্ডও। কিন্তু কলকাতায় ভোট ১৯ মে। তার ৭ দিন আগেই আইপিএল শেষ হয়ে যাচ্ছে। কিন্তু হাওড়ায় ৬ মে ভোট। এইসব বিষয়ের জন্য সিএবি প্লে–অফ পাওয়ার ব্যাপারে পুলিশ–প্রশাসনের সঙ্গে একবার কথা বলে নিতে চায়। প্লে–অফ নিলে যেন সমস্যা না হয়। এখনও চূড়ান্ত না হলেও ইতিমধ্যে প্লে–অফের ভাবনায় ঢুকে পড়েছে ইডেন। তা বোর্ডের তরফ থেকেও এবং সিএবির পক্ষ থেকেও।