আজ চিন্নাস্বামী স্টেডিয়ামে ধোনিদের বিরুদ্ধে ম্যাচ আরসিবি-র। ধোনি না থাকার জন্য চেন্নাইয়ের আগের সহজ ম্যাচ হাতছাড়া হয়েছিল৷ আজ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ‘মাহি’ খেলবেন কি না তা বোঝা যাবে টসের সময়। কিন্তু শনিবার চিন্নাস্বামী স্টেডিয়ামে অনুশীলন করেন ধোনি। কিন্তু তিনি খেলবেন কি না তা নিশ্চিত করতে পারেননি ফ্লেমিং।
ধোনির উপস্থিতি যে ম্যাচে প্রভাব ফেলে তা স্বীকার করলেন স্টিভন ফ্লেমিং৷ গত ম্যাচে নেতৃত্ব দেন রায়না৷ চেন্নাই কার্যত তছনছ হয়ে গেছিল ওই ম্যাচে৷
আজ ধোনি খেলবেন কিনা তা বোঝা যাবে টসের সময়৷ অন্যদিকে গত ম্যাচে কলকাতার বিরুদ্ধে জয় পেয়ে চাঙ্গা বিরাটরা৷ চোটের জন্য গত ম্যাচে ছিলেন না এ বি৷ তাই শুরুতে ব্যাট করতে নেমে অনেক সতর্ক থাকতে হয়েছিল আরসিবিকে৷ কিন্তু আজ যে মাঠে দাপট দেখাতে নামবেন তা স্পষ্ট করে দিচ্ছেন এ বি-রা৷