ভোপালের বিজেপি প্রার্থী সাধ্বী প্রজ্ঞা সিং ঠাকুর মুখ খুললেই ঘটে বিস্ফোরণ। ভোপালে যেদিন থেকে পা রেখেছেন সেদিন থেকেই তাঁর বিস্ফোরক মন্তব্যের পালা চলছে। বৃহস্পতিবার যেমন ভোপালে তিনি বলেছেন, “লকআপে আমার উপর দিনের পর দিন পুলিশি অত্যাচারের সময় হেমন্ত কারকারেকে অভিশাপ দিয়েছিলাম। বলেছিলাম, ভয়ানক মৃত্যু হবে তাঁর। সেই অভিশাপ ফলে গিয়েছে”।
সাধ্বীর এই মন্তব্যের ভিডিও ছড়িয়ে পড়তেই তোলপাড় হয় গোটা দেশ। প্রধানমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে বলে দাবি করে কংগ্রেস। ভোটের মুখে প্রতিক্রিয়ার বহর দেখে ব্যাপক চাপে পড়ে যায় বিজেপি। গেরুয়া শিবির বিবৃতি দিয়ে জানায়, ‘হেমন্ত কারকারে মুম্বইয়ে সন্ত্রাস হামলার শহিদ। এটা সম্পূর্ণই সাধ্বীর ব্যক্তিগত প্রতিক্রিয়া। অমানুষিক অত্যাচারের কারণেই হয়তো তাঁর এই মন্তব্য’। তাতে যদিও কোনো লাভই হয়নি।
টুইট করে কংগ্রেস রাহুল গান্ধী বলেন, “একজন শহিদকে প্রাপ্য মর্যাদা দেওয়া উচিৎ।” শেষ পর্যন্ত দলের চাপেই হয়তো রাতে অবস্থান বদল করেন প্রজ্ঞা। কারকারেকে ‘শহিদ’ বলেন ও বিবৃতি দেন, “কাউকে ব্যক্তিগতভাবে আঘাত দিতে চাইনি। কেউ যদি আঘাত পেয়ে থাকেন তাহলে ক্ষমা চাইছি। আমি এভাবে বলিনি। আমার মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে”। প্রজ্ঞা সুর নরম করলেও তাতে কতটা কাজ হবে, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। আগামিদিনে বিরোধীরা নিশ্চিতভাবেই একে অস্ত্র করতে চলেছে।
২০০৮ সালে অ্যান্টি টেররিস্ট স্কোয়াডের মাথা, এনকাউন্টার স্পেশ্যালিস্ট হেমন্ত কারকারে মুম্বইয়ে ২৬/১১ জঙ্গী হানার সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান। মৃত্যু হয় আরও দুই পদস্থ কর্তার। তাঁকে মরণোত্তর অশোকচক্র সম্মান দেয় সরকার। এরকম একজন আইপিএস অফিসারকে নিয়ে প্রজ্ঞার মন্তব্যে স্তম্ভিত বিভিন্ন মহল। আইপিএস অফিসারদের সংগঠন টুইট করেছে, “জঙ্গিদের বিরুদ্ধে লড়তে গিয়ে প্রাণ দিয়েছেন কারকারে। শহিদ হিসাবেই তাঁকে দেখেছে দেশ। সম্মান দিয়েছে সরকার। এমন একজন পুলিশকর্তার মৃত্যু নিয়ে এমন মন্তব্য দুর্ভাগ্যজনক। নিন্দার ভাষা নেই”। মধ্যপ্রদেশ রাজ্য কংগ্রেসের মুখপাত্র পঙ্কজ চতুর্বেদী বলেছেন, “মানুষ বুঝুক কাকে সংসদে পাঠাতে চাইছে বিজেপি।”
ভোপালে আসনের প্রার্থী নিয়ে টালবাহানার পর প্রজ্ঞাকে প্রার্থী করে বিজেপি। আরএসএসের চাপ ছিল এই আসনে অতি হিন্দুত্ববাদী কোনও মুখ খুঁজে বের করার। প্রথমে উমা ভারতীকে বলা হলে তিনি পিঠটান দেন। তারপর সাধ্বী প্রজ্ঞা সিং ঠাকুরকে পাঠানো হয়। জনকে সনাতন আশ্রমের লোক এবং উগ্র হিন্দুত্ববাদী মুখগুলির অন্যতম বলেই চেনে দেশ।