সকালে বুনিয়াদপুরের সভা থেকে প্রধানমন্ত্রী মোদী যে আক্রমণ শানিয়েছিলেন দুপুরে তার প্রত্যেকটার জবাব ফিরিয়ে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে নদীয়ার পানিহাটির সভা থেকে পাল্টা দিয়ে মমতা বলেন, ‘বিজেপি নেতাদের বেশি দুঃসাহস হয়েছে। সাহস থাকা ভাল। কিন্তু দুঃসাহস নয়’।
শনিবার কৃষ্ণনগর কেন্দ্রের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রের সভা সমর্থনে প্রচার সভা করেন মমতা। সেখানে তৃণমূল নেত্রী বলেন, ‘এখানে এসে বলছে মমতা বন্দ্যোপাধ্যায় কী করেছে? এটা দিল্লীর ইলেকশন। আপনি জবাব দিন মোদীবাবু, আপনি কী করেছেন। বিজেপি কিচ্ছু করেনি। শুধু মানুষের মুণ্ডু কেটে ফুটবল খেলেছে। গণপিটুনি, আদিবাসীদের উপর আক্রমণ, দলিতদের উপর আক্রমণ আর সংখ্যালঘুদের উপর আক্রমণ।‘ এ দিনের সভা থেকে মমতা এও বলেন, ‘দু’কোটি চাকরি দেবে বলেছিল, দেয়নি। ব্যাঙ্কে পনেরো লক্ষ টাকা দেবে বলেছিল, দেয়নি। মিথ্যে কথা বলতে বলতে ওদের জিভে পোকা পড়ে গিয়েছে’।
এদিনও মমতা সাফ জানিয়ে দেন দিল্লীতে আর সরকার গঠন করতে পারবে না বিজেপি। রাজ্য ধরে ধরে হিসাব দিয়ে মমতা বলেন, ‘অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, কেরল সব জায়গায় বিজেপি গোল্লা পাবে’। মোদীর উদ্দেশ্যে তীব্র কটাক্ষ করে মমতা বলেন, ‘কুকুর কামড়ালে যেমন জলাতঙ্ক হয়, মোদীর তেমন হারাতঙ্ক হয়েছে। তাই সব উল্টোপাল্টা বলছেন।‘ এ দিন মমতা কৃষ্ণনগরের প্রার্থীর সমর্থনে বলেন, ‘বিজেপি এলে সরপুরিয়া দিয়ে দিন। কিন্তু একটাও ভোট দেবেন না।‘
নদীয়ায় সরকারের উন্নয়ন খতিয়ান দিয়ে মমতা বলেন, ‘আমি বারবার নদীয়া জেলায় এসেছি। এইমস-এর মতো প্রকল্প দিয়েছি। আবার আগামী দিনে আসব। কিন্তু আপনারা মহুয়াকে জেতান। বাংলায় বিয়াল্লিশে বিয়াল্লিশটাই তৃণমূলকে জেতান। বাংলার নেতৃত্বে দিল্লীর সরকার গঠনের সুযোগ হাতছাড়া করবেন না’।
