লোকসভা নির্বাচনের প্রচারে আবার বিতর্কিত মন্তব্য গেরুয়া শিবিরের। একের পর এক মন্তব্য করেই চলেছেন বিজেপি নেতৃত্ব আর তা ঘিরে তৈরি হচ্ছে বিতর্ক। সেই তালিকায় নাম লেখালেন বদায়ুঁ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সঙ্ঘমিত্রা মৌর্য। দলীয় সমর্থকদের খোলাখুলি ছাপ্পা ভোট দেওয়ার পরামর্শ দিলেন তিনি। তা-ও আবার দলের নির্বাচনী বৈঠকে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। আর তা ঘিরেই তৈরি হয়েছে তুমুল বিতর্ক।
এই ভিডিওতে তাঁকে বলতে শোনা গেছে, ‘একটি ভোটও নষ্ট হতে দেওয়া যাবে না। কেউ ভোট দিতে না এলে তাঁর বদলে ছাপ্পা ভোট দেওয়াই রীতি। সর্বত্র এমনটাই চলে। সুযোগের সদ্ব্যবহার করতে হবে।’ এইভাবেই তিনি তাঁর দলীয় কর্মীদের পরামর্শ দেন। শুধু এখানেই তিনি থেমে থাকেন নি। তিনি আরও বলেন, ‘আগ বাড়িয়ে ছাপ্পা ভোট দিতে যাবেন না। কিন্তু সুযোগ পেলে হাতছাড়া করবেন না। চেষ্টা করবেন আসল ভোটারদেরই ভোট দেওয়াতে। কিন্তু কোনও কারণে তাঁরা অনুপস্থিত থাকলে গোপনে অন্য ব্যবস্থা নেওয়া যেতেই পারে।’
প্রসঙ্গত, গতমাসেই সঙ্ঘমিত্রা মৌর্য তাঁর বিতর্কিত মন্তব্যের জেরে শিরোনামে উঠে এসেছিলেন। বদায়ুঁতে গুন্ডামি করতে এলে তিনি নিজে কত বড় গুন্ডা দেখিয়ে দেবেন বলেও হুঙ্কার দিয়েছিলেন তিনি।