চলছে লোকসভা নির্বাচন। ৪৮ ঘন্টা পরই নির্বাচনের তৃতীয় দফার ভোটগ্রহণ। সঙ্গে চলছে একে অপরের বিরুদ্ধে মন্তব্যের ঝড়। আর এই প্রচারে আক্রমণ পর্বে নতুন মাত্রা যোগ করলেন উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক।
শনিবার পুরী লোকসভা কেন্দ্রের নির্বাচনী সভায় সরাসরি বিজেপিকে আক্রমণ করে উড়িষ্যার মুখ্যমন্ত্রী। তিনি সরাসরি অভিযোগ করেন বিজেপি সরকারের বিরুদ্ধে। তিনি বলেন যে কেন্দ্রে বিজেপি সরকার গড়ার পর চিল্কা হ্রদ বিক্রি করে দেওয়ার ষড়যন্ত্র করা হয়েছিল। যা রুখে দিয়েছিল তাঁর নেতৃত্বানীর বিজেডি সরকার। রাস্তা তৈরির নামে যে চিল্কা হ্রদ ধ্বংস করার চেষ্টা করেছিল বিজেপি সরকার, সেই হ্রদের ওপর নির্ভর করে বেঁচে আছেন হাজার হাজার মৎস্যজীবী। তাই তিনি জানান যে কোনও ভাবেই চিল্কা ধ্বংস করতে দেবেন না।
শুধু এখানেই থেমে থাকেন নি তিনি। বিজেপি নেতৃত্বকে তিনি পরিযায়ী পাখির সঙ্গে তুলনা করেছেন। তিনি বলেন যে পরিযায়ী পাখিরা যেমন আবহাওয়া পরিবর্তনের সময়ে আসে, তেমনই কেন্দ্রের বিজেপি সরকারের নেতা-নেত্রীরা মানুষ সমস্যায় থাকলে আসেন না, তারা আসেন ভোট প্রচারে। বিজেপি মিথ্যা কথা বলে। গরীব মানুষের পাশে থাকার কথা বলে, কিন্তু বাস্তবে করে তার উল্টো কাজ। বিজেপি প্রধান বলেন, তাঁরা উড়িষ্যায় নতুন রাস্তা নির্মাণ করবে। পুরানো রাস্তা আরও চওড়া করা হবে। যাতে কৃষক, মৎস্যজীবী, ব্যবসায়ী সকলেই সহজে শহরে পৌঁছাতে পারেন। কিন্তু তার জন্য কোন জলাশয় ধ্বংস করা হবে না বলেও এদিন জানান নবীন পট্টনায়ক।