অভিনেত্রী উর্মিলা মাতন্ডকর মুম্বই নর্থ কেন্দ্র থেকে বিজেপি সাংসদ গোপাল শেট্টির বিরুদ্ধে কংগ্রেসের হয়ে লড়ছেন। তিনি নরেন্দ্র মোদীকে তীব্র কটাক্ষ করে বলেছেন, “নরেন্দ্র মোদী ফাকা আওয়াজ করেছেন, আদতে কোনও কাজই করেননি৷ বায়োপিকের যোগ্যই নন উনি”। প্রধানমন্ত্রীর বায়োপিকে অভিনয় করা মোদীভক্ত অভিনেতা বিবেক ওবেরয় কিছুদিন আগে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধিকে আক্রমন করেছিলেন। সেবিষয়ে অবশ্য কিছু মন্তব্য করেননি উর্মিলা৷ আপাতত নির্বাচন কমিশনের নির্দেশে ভোট চলাকালীন স্থগিত রাখা হয়েছে মোদীর বায়োপিকের মুক্তি৷
বৃহস্পতিবার মুম্বই নর্থ কেন্দ্রের তারকা কংগ্রেস প্রার্থী বলেন, “মোদীর বায়োপিক হাস্যকর। প্রধানমন্ত্রী হিসেবে উনি দাবি করেন নিজের ছাতি ৫৬ ইঞ্চি৷ কিন্তু কোনও কাজই করতে পারেননি দেশের জন্য৷ গত ৫ বছরে একবারও সাংবাদিক সম্মেলনে দেখা যায়নি ওকে৷ ওর জীবন নিয়ে তৈরি ছবি দেশের গণতন্ত্র, দারিদ্র ও বৈচিত্রের প্রতি প্রহসন৷ বরং ওর ওপর কমেডি ছবি বানানো হোক”। যেই প্রধানমন্ত্রী ভোটের স্বার্থে সেনাদের ব্যবহার করেন, যিনি দেশের মানুষের রক্ত জল করা টাকায় বিদেশ ঘুরে বেড়ান, হাজার এক প্রতিশ্রুতি দিয়ে সেগুলো পূরণ করেননা, তাঁকে নিয়ে কিভাবে বায়োপিক বানানো যায়! তার চেয়ে বরং মোদীকে নিয়ে কমেডি ছবিই হোক, এমনটাই দাবি কংগ্রেস প্রার্থীর।