বাংলার শান্তি বিনষ্টের চেষ্টায় সবসময় সন্ত্রাস, মিথ্যে প্রতিশ্রুতি এবং অশালীন মন্তব্য করতেই সবসময় ব্যস্ত থাকে বিজেপি। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষও তার ব্যতিক্রম নয়। প্রচারে গিয়ে কু-মন্তব্যের জন্যে এবার দিলীপকে শো-কজ করল কমিশন।
শনিবার খড়্গপুরে ফ্লেক্স খোলা নিয়ে তিনি কটু মন্তব্য করেন। সেই মন্তব্য কমিশনের মিডিয়া ওয়াচ সেল খুঁটিয়ে দেখে এবং তারপর তাঁকে শোকজের সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি সোমবার দিল্লির নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ রাজ্যের দ্বিতীয় এবং তৃতীয় দফার ভোটের বিষয়ে পর্যবেক্ষকদের সঙ্গে ভিডিও কনফারেন্স করে। এই কনফারেন্সে ছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ড. আরিজ আফতাব–সহ অন্য আধিকারিকরা। দ্বিতীয় এবং তৃতীয় দফার ভোটে নির্বাচন কমিশন সব ধরনের ব্যবস্থা নিয়েছে।
নির্বাচনী বিধি জারি হওয়ার পর থেকেই কমিশনের কাছে একের পর এক অভিযোগ জমা পড়ছে বিজেপির বিরুদ্ধে।কখনও কমিশনের নিষেধাজ্ঞা সত্ত্বেও বাবুলের গান বাজানো, কখনও সেনাকে সামনে রেখে প্রচার, কখনও রেলের কামরায় প্রচার, আবার কখনও ভোটারদের হুমকি দেওয়া, একের পর এক ভুল ক্রমাগত করে চলেছে বিজেপি। এমনকি কমিশনকেও কার্যত তোয়াক্কা করছে না। এবার সেই তালিকায় যোগ হল দিলীপের নাম।