নির্বাচনের নিয়ম জারি হওয়ার পর থেকেই ক্রমাগত একের পর পর এক ভুল করে চলেছে বিজেপি। বারবার লঙ্ঘন করছে নির্বাচনের আদর্শ আচরণ বিধি। কমিশনের হুঁশিয়ারি কিংবা শো-কজ নোটিশ কোনও কিছুকেই কার্যত পাত্তা না দিয়ে নিজের মত আচরণ করে চলেছে মোদী শিবির। তাই আবারও হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ উঠল।
[Total_Soft_Poll id=”5″]
নববর্ষের সকালে লকেট বেশ কয়েকজন দলীয় কর্মী-সমর্থককে নিয়ে চন্দননগরের রানিঘাট থেকে বলাগড়ের কুন্তীঘাট পর্যন্ত ১০টি নৌকা করে প্রচার চালান। নৌকায় মাইক ও ডিজে-বক্সে বেজেছে বাবুল সুপ্রিয়র ‘বিতর্কিত’ গান। যে গান প্রচারে ব্যবহার করা যাবে না বলে আগেই জানিয়েছিল কমিশন। তা ছাড়া, এ দিন লকেট ও তাঁর দলের কাউকেই নৌকাযাত্রার সময়ে লাইফ-জ্যাকেট পরতে দেখা যায়নি। দু’বছর আগে ভদ্রেশ্বরের তেলেনিপাড়া জেটিঘাটে দুর্ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যুর পরে নৌকাযাত্রার সময়ে যাত্রীদের ওই জ্যাকেট পরা বাধ্যতামূলক করার নির্দেশ দেয় পরিবহণ দফতর। এ দিন সেই নির্দেশও অমান্য করা হয় বলে বিরোধীদের অভিযোগ।
[Total_Soft_Poll id=”6″]
বাবুল-সুপ্রিয়র ‘বিতর্কিত’ গান বাজিয়ে নৌকা করে প্রচারের জন্য এবং লাইফ জ্যাকেট না পরার জন্যে লকেটের বিরুদ্ধে কমিশনের দ্বারস্থ হলেন চন্দননগরের তৃণমূল বিধায়ক তথা মন্ত্রী ইন্দ্রনীল সেন। কমিশনের বারণ সত্ত্বেও বারবার বাজানো হচ্ছে সেই নিষিদ্ধ গান। এছাড়াও সেনাকে সামনে রেখে প্রচার, রাষ্ট্রীয় সম্পত্তির দ্বারা প্রচার, কুমন্তব্য এসবের জন্যেও কমিশনের কাছে জমা পড়ছে একের পর এক অভিযোগ। যদিও কথা না রাখা এবং নিয়ম অমান্য করা যে বিজেপির বরাবরের অভ্যাস তা প্রমাণ হচ্ছে বারবার।
[Total_Soft_Poll id=”7″]
