লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট বৃহস্পতিবার। আর তাঁর আগেই মুসলিমদের পোশাক নিয়ে চরম বিতর্কিত মন্তব্য করলেন এক বিজেপি নেতা। কেরলের বিজেপি রাজ্য সভাপতি পি এস শ্রীধরনের করা মন্তব্যের জেরেই দেশজুড়ে উঠেছে বিতর্কের ঝড়। কেরলের অত্তিঙ্গলে এক দলীয় সভায় মুসলিম ভোটারদের নিয়ে তাঁর বক্তব্যে নতুন করে বিতর্ক উস্কে দিয়েছে।
অত্তিঙ্গল লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীর হয়ে সভা করেন শ্রীধরন। সেই সভাতেই তাঁকে এয়ারস্টাইক নিয়ে প্রশ্ন করা হয়। এই প্রশ্নের উত্তরে নেতা বলেন, ‘আমাদের রাহুল গান্ধী,ইয়েচুরি,পিনারাইরা বলছেন আমাদের সেনার উচিত সেখানে গিয়ে মৃতদেহ গোনা। দেখা তাদের ধর্ম, জাতি। যদি তারা ইসলাম ধর্মাবলম্বী হন তাহলে তো প্রমাণ পাওয়াই যাবে..।’ শুধু এখানেই তিনি চুপ থাকেন নি। করে ফেলেন এক বিতর্কিত মন্তব্য। তিনি দাবি করেন, ‘যদি তাঁদের পোশাক উন্মোচন করা যায়,তাহলেই বেশ কিছু চিহ্ন দেখে ধর্ম স্পষ্ট হয়ে যাবে।’
এরপরই হইচই পরে যায় সারা দেশজুড়ে। একজন জননেতা হয়ে কোনো জাতির উদ্দেশ্যে তিনি কি করে এমন কথা বলতে পারেন সেটাই প্রশ্ন জেগেছে মানুষের মনে। সব বিরোধী দলই বিজেপি নেতার এই বিতর্কিত মন্তব্যের তীব্র সমালোচনা করেছে।