এতদিনে সক্রিয় রাজনীতির আঙিনায় পা রাখলেন শত্রুঘ্ন সিনহার স্ত্রী পুনম সিনহা। কয়েকদিন ধরেই জল্পনা ছিল তা আজ সত্যি হল পুনমের সমাজবাদী পার্টিতে যোগ দেওয়ায়। অনেকেই মনে করছেন উত্তরপ্রদেশে বিজেপিকে রুখতেই তাঁর এই পদক্ষেপ। কারণ সমাজবাদী পার্টির অন্দরের খবর অনুযায়ী তিনি লড়বেন বিজেপি সভাপতি রাজনাথ সিং-এর বিপরীতে লখনউ থেকে।
[Total_Soft_Poll id=”5″]
শত্রুঘ্ন সিনহা বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন। তবে তাঁর স্ত্রী পুনম রাহুল গান্ধীর দলে যাননি। মঙ্গলবার দলের সুপ্রিমো অখিলেশ যাদবের স্ত্রী ডিম্পল যাদবের উপস্থিতিতে সপায় যোগ দিলেন পুনম সিনহা। গত কয়েক বছর ধরেই বিহারিবাবু বিজেপিতে থেকেও মোদীর বিরোধিতায় সরব হয়েছিলেন। তাই এবার তাঁকে টিকিট দেয়নি বিজেপি। তার পরই তিনি রাহুল গান্ধীর দলে যোগদান করেন। আর বিরোধীরা যদি লখনউ কেন্দ্র থেকে পুনমকে প্রার্থী করেন তাহলে কংগ্রেসও লখনউ কেন্দ্রে প্রার্থী দেবে না। ফলে ওই আসনে এবার সরাসরি লড়াই হতে পারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ও পুনম সিনহার মধ্যে।
[Total_Soft_Poll id=”6″]
রাজনাথ সিং-কে ওই আসনের মধ্যে আটকে রাখতেই বিরোধীরা এই কৌশল নিচ্ছে বলে জানা যায়। আর এটা যদি সত্যি হয় তাহলে দুই হেভিওয়েট প্রার্থীর মধ্যে লড়াই দেখবে লখনউ। আগামী ১২ মে ভোটগ্রহণ লখনউ কেন্দ্রে। আর এই কেন্দ্রের জন্য মনোনয়ন জমা দেওয়ার শেষদিন ১৮ এপ্রিল। আর ওই দিনেই মনোনয়ন জমা দেবেন পুনম।
[Total_Soft_Poll id=”7″]
