নির্বাচনের মধ্যেই ফের একবার মুখ খুলে বিতর্ক বাঁধালেন বিজেপির সাক্ষী মহারাজ। ভোটারদের উদ্দেশ্যে রীতিমতো হুমকি দিয়ে সাক্ষী বলেছেন, তাঁকে ভোট না দিলে ভোটারদের অভিশাপ লাগবে। সাক্ষীর কথায়, ‘আমি সন্ন্যাসী দোরে দোরে ঘুরে ভোট চাইছি। আমায় ভোট না দিলে আমি অভিশাপ দেব এবং আপনার জীবনের সমস্ত সুখ কেড়ে নেব’।
এসব কথা বলায় ভোটারদের ভয় দেখানোর অভিযোগ উঠেছে সাক্ষী মহারাজের বিরুদ্ধে। উন্নাও থেকে জিতে সংসদে যাওয়া সাক্ষী মহারাজ এর আগেও নানা বিতর্কিত কাজ করেছেন। কয়েকদিন আগে বলেছিলেন, এবার মোদী জিতলে সামনের বার আর নির্বাচন হবে না। হিন্দুদের বেশী করে বাচ্চা জন্ম দেওয়ার কথা বলেও বিতর্কে জড়িয়েছিলেন সাক্ষী। তবে এবার সব কিছুকে ছাপিয়ে গেছেন তিনি। কার্যত, ভোট না দিলে অভিশাপ দেব, জীবনের সমস্ত সুখ কেড়ে নেব বলে ভোটারদের ভয় দেখানোর অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে।
বিরোধীদের কথায়, সাধু হওয়ার ফায়দা তুলে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন সাক্ষী মহারাজ। ভোট না দিলে অভিশাপ দেওয়ার কথা বলছেন। খারাপ ফল হবে মানুষের জীবনে, এমন দাবি করছেন। এই ঘটনা অনভিপ্রেত। যদিও বিজেপি দল এই নিয়ে এখনও মুখ খোলেনি। তবে বিজেপি প্রার্থী সাক্ষী মহারাজের বিরুদ্ধে নির্বাচনী আদর্শ আচরণ বিধি ভঙ্গের অভিযোগ তুলে কমিশনে যাওয়ার কথাও ভাবছে বিরোধীরা।
