প্রথম দফার নির্বাচনের আগের দিন আরও সুর চড়ালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার দার্জিলিংয়ের চোপড়ার প্রচার সভা থেকে বিজেপির পাশাপাশি কংগ্রেসের উদ্দেশ্যেও আক্রমণ শানান তিনি। নাম না করে স্পষ্ট জানিয়ে দেন, ‘আরএসএস প্রণববাবুর ছেলেকে জঙ্গিপুর আসনে সাপোর্ট করছে। বহরমপুর কেন্দ্রেও কংগ্রেস প্রার্থী আরএসএসের সমর্থনে ভোটে লড়ছেন’।
[Total_Soft_Poll id=”2″]
এর আগে উত্তরদিনাজপুরের রায়গঞ্জ ও ইসলামপুরের জনসভায় মমতা বিজেপিকে হারাতে তৃণমূলকে ভোট দেওয়ার আহ্বান করেছিলেন। কারণ, কংগ্রেস-সিপিএম কেউই বিজেপির বিরুদ্ধে লড়াই করছে না। লড়াই করছে তৃণমূল। এদিন দার্জিলিং কেন্দ্রের প্রচারে কংগ্রেস-সিপিএম-বিজেপিকে একযোগে আক্রমণ করে বলেন, ‘তিন দল এক হয়ে লড়ছে বাংলায়। তাই বিজেপি এরাজ্যে সিপিএম বা কংগ্রেসের বিরুদ্ধে কিছু বলে না। শুধু তৃণমূলের বিরুদ্ধে কথা বলে’। মমতার কথায়, ‘সিপিএম-কংগ্রেসের বাংলায় কিছু নেই। ওরা জিতবে না, ফলে বিজেপিকে হারাতে সবাই তৃণমূলে ভোট দিন’। সিপিএম-কংগ্রেস যে বিজেপির সমগোত্রীয় এদিন সেটাও মনে করিয়ে দেন মমতা।
বিজেপি বিরোধী সমস্ত ভোটকে তৃণমূলের বাক্সে আনতে সিপিএম-কংগ্রেসের বিরুদ্ধে সুর চড়িয়েছেন মমতা। এদিনও প্রচারে সেই কথাই তুলে ধরেন তিনি। পাশাপাশি, তীব্র আক্রমণ করেন বিজেপি এবং মোদীকে। চোপড়ার সভায় মমতা বলেন, ‘দার্জিলিংয়ে কোনও দিন তৃণমূল জেতেনি। এবার এই আসনে তৃণমূলকে জেতান। শান্তি আসবে’।
[Total_Soft_Poll id=”3″]
