প্রথম দফার ভোটের আগে প্রচারের শেষ লগ্নে মোদী সরকারের বিরুদ্ধে সুর চড়া তারে বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার উত্তর দিনাজপুরের রায়গঞ্জের প্রচার সভা থেকে গেরুয়া শিবিরের হিন্দুত্বকে খোঁচা দিয়ে মমতা বললেন, ‘আসামে ২২ লক্ষ হিন্দুকে তাড়িয়ে দিয়েছে। এই বিজেপি কেমন হিন্দু?’
এদিনের প্রচার সভায় উপস্থিত জনতার উদ্দেশ্যে মমতার আহ্বান, ‘মত বদলান, এবার তৃণমূলকে ভোট দিন৷ দিল্লীর সরকার গড়তে তৃণমূল বড় ভূমিকা নেবে৷ একমাত্র তৃণমূলই লড়তে পারে৷ আমরা চাই ভারত থেকে বিজেপি বিদায় নিক’৷ মোদী সরকারের বিরুদ্ধে গলা তুললেই ইডি, সিবিআই লেলিয়ে দেওয়ার অভিযোগ তুলে মমতা বলেন, ‘বিজেপি সবকটি কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করেছে৷ বিরোধীদের বিপদে ফেলার চেষ্টা করছে৷ তারওপর কাজের কৈফিয়ত চাইছে বিজেপি৷ তারা কৈফিয়ত চাওয়ার কে?’
[Total_Soft_Poll id=”2″]
নোটবন্দীর পর দেশের ২ কোটি মানুষ বেকার হয়ে গেছে জানিয়ে তৃণমূল নেত্রী বলেন, ‘৪২-এ ৪২ চাই৷ এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ এটা বাঁচা মরার লড়াই৷ মোদীবাবুকে বদলে দেন৷ কারণ হিটলারও লজ্জা পেত এদের দেখে৷’ মমতার কথায়, ‘রাজ্যে একা লড়ছে তৃণমূল৷ কেন্দ্রের তোয়াক্কা না করে মেয়েদের চিকিৎসার জন্য পাঁচ লক্ষ টাকার স্মার্ট কার্ড৷ বাংলাকে সবথেকে বেশি বঞ্চিত করেছে মোদী সরকার৷ তাই এবার বিজেপিকে উৎখাত করতে তৃণমূলকে ভোট দিন’।
রায়গঞ্জের জনসভার মঞ্চ থেকে বিজেপির ইস্তেহার নিয়েও কটাক্ষ করেন মমতা। তিনি বলেন, ‘২০১৯ সালে ম্যানিফেস্টো প্রকাশ করে ২০৪৭ সালের স্বপ্ন দেখাচ্ছে গেরুয়া শিবিরের নেতারা। তৃণমূল রাজ্যে রাজ্যে জোট গড়েছে বিজেপি বিরোধিতার জন্য৷ সেই জোটকে সমর্থন করুন৷’
