এবার সার্কাস দেখতে এসে এক হাড়-হিম করা দৃশ্যের সাক্ষী থাকলেন দর্শকেরা। চলছিল সিংহ নিয়ে খেলা দেখান। কিন্তু তার মাঝেই ঘটে গেল এক রক্তারক্তি কান্ড। সার্কাস চলাকালীন ছড়ি ঘোরানোয় বিরক্ত হয়ে ট্রেনারের ওপরই ঝাঁপিয়ে পড়ল পশুরাজ। এবং কামড় বসাল তাঁর কাঁধে। ঘটনাটি ঘটেছে ইউক্রেনে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই ভিডিও। এবং তা এই মুহূর্তে ভাইরাল।
ইউক্রেনের লুগাঙস্ক শহরে সম্প্রতি এই ভয়ঙ্কর এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ব্রিটেনের সংবাদ মাধ্যমডেইলি মেইল। তারা জানিয়েছে, হিংস্র জন্তুদের বশে আনায় নাম ডাক রয়েছে হামাদা কোতার। সার্কাসে খেলা দেখিয়ে বেড়ান তিনি। সম্প্রতি লুগাঙস্কে খেলা দেখাতে গিয়েছিলেন। কাঁটাতারের ঘেরাটোপে পাঁচ সিংহকে নিয়ে খেলা দেখাচ্ছিলেন তিনি। কিন্তু পাঁচটির মধ্যে একটি সিংহ তাঁর নির্দেশ না মানলে, খেলার মাঝপথে বিপত্তি ঘটে।
আচমকাই হামাদা কোতার উপর ঝাঁপিয়ে পড়ে ওই সিংহটি। তাঁর কাধে কামড় বসায়। ভার সামলাতে না পেরে মাটিতে পড়ে যান হামাদা। বেশ কিছু ক্ষণ ধস্তাধস্তির পর কোনও রকমে ধাক্কা দিয়ে সিংহটিকে সরিয়ে দিতে সক্ষম হন তিনি। তবে হামলার পরও খেলা দেখানো থামাননি অভিজ্ঞ ট্রেনার হামাদা। রক্তাক্ত অবস্থায়ই ফের উঠে দাঁড়ান তিনি। শুধু তাই নয়, আতঙ্কিত দর্শককেও শান্ত হতে নির্দেশ দেন তিনি, যাতে চিৎকার-চেঁচামেচিতে ভয়ে পেয়ে ফের কোনও অঘটন না ঘটিয়ে ফেলে ওই সিংহটি।
পরে সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে হামাদা জানান, ‘নতুন জায়গায় স্বাভাবিক হতে একটু সময় লাগে পশুদের। সার্কাস চলাকালীন অত লোক দেখে ঘাবড়ে গিয়েছিল সিংহটি। তাই আমার উপর ঝাঁপিয়ে পড়ে। তবে আমি চিন্তিত ছিলাম সার্কাস দেখতে আসা বাচ্চাদের নিয়ে। ওদের শান্ত করতেই রক্তাক্ত অবস্থায় উঠে দাঁড়িয়েছিলাম।’