বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই শান্তি ফিরেছে পাহাড়ে। পাহাড়ে লেগেছে উন্নয়নের ছোঁয়া। তাঁর এই অবদান যে পাহাড়বাসী মনে রাখবেন, এমনটাই দাবি করলেন মোর্চা নেতা বিনয় তামাং।
পাহাড়ে তৃণমূলকে থামিয়ে দেওয়া ক্ষমতা কারও নেই। কমপক্ষে দেড় লাখ ভোটে জিতবেন তৃণমূল প্রার্থী, এমনটাই জানালেন তামাং। তামাংয়ের দাবি, দুবার বিজেপিকে জিতিয়েছে পাহাড়ের মানুষ। কোনও লাভ হয়নি। মানুষের কোনও সমস্যার সমাথান আলুওয়ালিয়ারা করতে পারেননি। এখন পাহাড়ে শান্তি এসেছে। অপরাধের হার কমেছে। এবার ভোটে তাই জোর দেওয়া হচ্ছে স্থানীয় ইস্যুর ওপরেই। গোর্খাদের আইডেনটিটির ওপরে জোর দিচ্ছে দল। তবে পৃথক গোর্খাল্যান্ডের দাবি এবার প্রচারে আনা হচ্ছে না।
বিনয় তামাং বলেন, বিমল গুরুং পাহাড়ে ফিরলে কোনও আপত্তি নেই। তবে পাহাড়ের মানুষ তার পাশে নেই। ফলে গুরুংয়ের প্রভাব ভোটে পড়বে না। এবার দার্জিলিংয়ে তৃণমূল কমপক্ষে দেড় লক্ষ ভোটে জিতবে। মানুষ দেখেছেন মমতা কি কি কাজ করেছেন, সেই ভিত্তিতেই ভোট দেবেন।