ভুল করতে কখনও ক্লান্ত হয় না গেরুয়া শিবির। তাই আদর্শ নির্বাচনী বিধি ভঙ্গ করার জন্যে একের পর এক অভিযোগ কমিশনের কাছে জমা পড়লেও ভুল সংশোধনে মন নেই তাঁদের। এবার কমিশনের অনুমতি ছাড়াই বনগাঁ লোকসভা এলাকায় হুডখোলা জিপে করে প্রচার করলেন বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। এই প্রসঙ্গে কমিশনে নালিশ জানাল তৃণমূল।
শুক্রবার সকালে হরি গুরুচাঁদ ঠাকুরের মূর্তিতে প্রণাম করেই শান্তনু ঠাকুর চলে আসেন বাটার মোড়ে। সেখানকার টাউন কালিমন্দিরে পুজো দিয়ে শুক্রবার বনগাঁ শহরে প্রচার শুরু করেন বনগাঁ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। শান্তনুর অনুমতি বিহীন এই আচমকা মিছিলে কার্যত অবরুদ্ধ হয়ে যায় ব্যস্ততম যশোর রোড৷ ব্যাহত হয় সাধারণ মানুষের জনজীবন৷
এই যানজট কাটাতে গিয়েই জানা যায় এই মিছিল সম্পূর্ণ নিয়মবিরুদ্ধ ভাবে কারণ কমিশনের কাছে কোনও অনুমতি নেওয়া হয়নি। উল্লেখ্য বনগাঁ লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হিসেবে মমতাবালা ঠাকুরের নাম ঘোষণার পর থেকেই বিজেপির প্রার্থী নিয়ে জল্পনা চড়তে থাকে৷ একাধিক ব্যক্তির নাম প্রার্থী হিসাবে উঠে আসে। মতুয়া মহাসংঘের তরফে শান্তনু ঠাকুরকে বনগাঁ লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী করার দাবি জানানো হয়৷ যদিও মতুয়াদের একাংশ শান্তনুকে ভোটে দাঁড় করানোর বিরোধিতা করে ঠাকুর বাড়িতে বিক্ষোভ দেখায়। তবে যেভাবে প্রচারে ঝড় তুলছেন তৃণমূল প্রার্থী মমতাবালা ঠাকুর, তাঁর ধারেকাছেও নেই শান্তনু।