গতকাল রাসেল ঝড়ের পরে আজ আইপিএল-এর আরও এক গুরুত্বপূর্ণ ম্যাচ। আজ ২২ গজের লড়াইতে সানরাইজার্স হায়দরাবাদ ও মুম্বই ইন্ডিয়ান্স মুখোমুখি হচ্ছে। পয়েন্ট তালিকায় সানরাইজার্স বেশ ভালো জায়গায় আছে। চারটি ম্যাচ খেলে তারা জিতেছে তিনটিতে। সমসংখ্যক ম্যাচ খেলে মুম্বই ইন্ডিয়ান্স জয় পেয়েছে দু’টি ম্যাচে।
সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটিংকে শক্তিশালী করেছে জনি বেয়ারস্টোর দুরন্ত ফর্ম। ডেভিড ওয়ার্নারও নির্বাসন থেকে ফিরে নিজের সেরা পারফরম্যান্সটা মেলে ধরতে সফল। ওপেনার হিসাবে দু’জনেই এখনও অবধি সফল। মুম্বই বোলারদের শুরুতেই এই জুটি ভাঙার চেষ্টা করতে হবে। পেস অলরাউন্ডার বিজয় শঙ্কর প্রতি ম্যাচেই নিজের সেরাটা মেলে ধরার চেষ্টা করছেন। আসন্ন বিশ্বকাপে ভারতীয় দলে সুযোগ পাওয়ার লড়াইয়ে আছেন বিজয়। তাই আইপিএলের মঞ্চকে তিনি ভালোভাবে কাজে লাগাতে চাইছেন। মিডল অর্ডার কিন্তু সেভাবে জমাট লাগছে না। ইউসুফ পাঠান কিংবা মণীশ পাণ্ডে প্রত্যাশা পূরণে এখনও অবধি ব্যর্থ। দীপক হুদা দীর্ঘদিন ধরে খেলছেন। অভিজ্ঞতা রয়েছে। ব্যাটিং বিপর্যয়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম। সানরাইজার্সের বোলিং খুবই শক্তিশালী। দুই আফগান স্পিনার রশিদ খান ও মহম্মদ নবি বিপক্ষ দলের ব্যাটসম্যানদের উপর চাপ বাড়াতে সক্ষম। পেস বিভাগে ভুবনেশ্বর কুমার, সন্দীপ শর্মা ও সিদ্ধার্থ কল আছেন। তবে ভুবি নামের প্রতি সুবিচার করতে পারছেন না।
অন্যদিকে মুম্বইয়ের ব্যাটিং যথেষ্ট শক্তিশালী। অধিনায়ক রোহিত শর্মাকে হয়তো এখনও সেভাবে ফর্মে পাওয়া যায়নি, তবে যে কোনও দিন তিনি ব্যাট হাতে জ্বলে উঠতেই পারেন। তবে কুইন্টন ডি’কক ওপেনার হিসাবে এখনও অবধি ব্যর্থ। তাঁকে হয়তো এই ম্যাচে বসানো হতে পারে। কুইন্টনের পরিবর্তে খেলতে পারেন এভিন লুইস। মিডল অর্ডার যথেষ্ট শক্তিশালী। সূর্যকুমার যাদব গত ম্যাচে হাফ-সেঞ্চুরি করেছিলেন। আর লোয়ার মিডল অর্ডারে পান্ডিয়া ব্রাদার্স ক্রুনাল ও হার্দিক ম্যাচের মোড় ঘোরানোর ক্ষমতা রাখেন। সেই সঙ্গে কিয়েরন পোলার্ডের বিধ্বংসী ব্যাটিং বিপক্ষ দলের বোলারদের যাবতীয় প্রতিরোধ ভেঙে গুঁড়িয়ে দিতে সক্ষম। মুম্বইয়ের পেস আক্রমণও যথেষ্ট শক্তিশালী। ইয়র্কার স্পেশালিস্ট যশপ্রীত বুমরাহর সঙ্গে লাশিত মালিঙ্গার যুগলবন্দি জমে উঠছে। গত ম্যাচে খেলানো হয়েছিল জ্যাসন বেহরেনডর্ফকে। এই ম্যাচেও হয়তো তিনি খেলবেন। স্পিনার হিসাবে ক্রুনালের সঙ্গে দায়িত্ব পালনে দেখা যেতে পারে মায়াঙ্ক মারকাণ্ডে কিংবা রাহুল চাহারকে।