অনুমোদন ছাড়াই গত এক সপ্তাহ ধরে সম্প্রসারিত হচ্ছে মোদীর নমো টিভি। নরেন্দ্র মোদীর নাম ও পদবির আদ্য অক্ষর দিয়ে তৈরি নমো টিভি নিয়ে নির্বাচন আচরণবিধি ভঙ্গের অভিযোগ রয়েছে। কারণ, প্রধানমন্ত্রীর বক্তৃতা এবং নির্বাচনী জনসভা দেখানো হচ্ছে এই নমো টিভিতে। বেশিরভাগ ডিটিএইচ পরিষেবা এই চ্যানেলটি দেখাচ্ছে। কিন্তু কেন্দ্রীয় সরকার সূত্রের দাবি, এই চ্যানেল সম্প্রচারের জন্য অনুমোদন চেয়ে কখনোই কোনো আবেদন আসেনি তাঁদের কাছে। নিরাপত্তা সংক্রান্ত কোনো ছাড়পত্র পায়নি নমো টিভি।
তথ্য ও সম্প্রচার মন্ত্রকের এক আধিকারিকের মতে, ভারতীয় সম্প্রচারের ইতিহাসে সম্ভবত এই প্রথম একটি চ্যানেল যেটি কোনো অনুমোদন ছাড়াই, এমনকি অনুমোদনের আবেদন জানানোর আগেই দেখানো শুরু হয়ে গেছে। এমনকি এই চ্যানেলটির মালিকানা সম্পর্কেও তেমন কিছু জানা যায়নি।
এই প্রসঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী মোদীকে নিশানা করে বলেছেন, “হঠাৎ মনে হল তিনি রাজা হয়ে গেলেন। হঠাৎ মনে হল উনি একটি টিভি চ্যানেল বানাবেন। নমো টিভি বানানো হয়ে গেল। নেহেরু কোট নিজের নামে চালিয়ে দিলেন। নিজের নামে সিনেমা বানালেন”। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, নমো টিভি নিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রককে আজকের মধ্যে উত্তর দিতে বলা হয়েছে।