লোকসভা নির্বাচনের ঠিক আগেই কেন চালু হল ‘নমো’ টিভি? এই প্রশ্নের উত্তর জানতে চেয়েই কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের কাছে রিপোর্ট চেয়ে পাঠাল নির্বাচন কমিশন। এই টিভি চালু সংক্রান্ত তথ্যও চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন। এই ‘নমো’ টিভি হল একটি ২৪ ঘণ্টার টিভি চ্যানেল।
প্রসঙ্গত, নরেন্দ্র মোদীর নির্বাচনী প্রচার কথা মাথায় রেখে এই চ্যানেলটি ৩১ মার্চ চালু করা হয়েছে। তারপরে ওই চ্যানেলটিকে নিয়ে বিরোধীরা প্রবল আপত্তি তুলেছে।
এখানেই শেষ নয়, প্রশ্ন উঠেছে ‘ম্যায় ভি চৌকিদার’ শীর্ষক অনুষ্ঠান নিয়েও। তাই দূরদর্শনকেও চিঠি পাঠিয়েছে কমিশন। তাতে জানতে চাওয়া হয়েছে, কীসের ভিত্তিতে ৩১ মার্চ ওই অনুষ্ঠান দেখানো হয়েছে।
এদিকে নরেন্দ্র মোদীর নামে তৈরি ওই চ্যানেলের লোগো হিসাবেও নরেন্দ্র মোদীর ছবি ব্যবহার করা হচ্ছে। বিরোধীদের অভিযোগ, শুধু প্রধানমন্ত্রীর প্রচারের সরাসরি সম্প্রচারই নয়, তাঁর বক্তব্য তুলে ধরে লোকসভা ভোটের আগে ভোটারদের বার্তা দেওয়ার চেষ্টা হচ্ছে। এতে নির্বাচনের আদর্শ আচরণবিধি লঙ্ঘন হচ্ছে বলে অভিযোগ করেছে বিরোধীরা। এরপরেই ‘নমো’ টিভি এবং দূরদর্শনের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে কমিশন।
