ইন্দ্রাণী হালদারকে তৃণমূলের সাংস্কৃতিক সেলের আহ্বায়ক করা হল। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় মঙ্গলবার নবান্নে জানিয়েছেন এই কথা। মুখ্যমন্ত্রী বলেন, “আমাদের সাংস্কৃতিক সেলের চেয়ারম্যান ইন্দ্রনীল সেন। ইন্দ্রাণীকে আহ্বায়ক করা হয়েছে। এবার থেকে ইন্দ্রাণীও সাংস্কৃতিক সেলের কাজকর্ম দেখবে”। ইন্দ্রাণী হালদার জানিয়েছেন তিনি এই দায়িত্ব পেয়ে অভিভূত। সাংস্কৃতিক সেলের দায়িত্বভার সামলাতে গিয়ে কোন ক্ষেত্রে বেশি জোর দেবেন জানতে চাইলে ইন্দ্রাণী হালদার জানান, দিদির সঙ্গে এই ব্যাপারে ইন্দ্রনীল সেনের আলোচনা হলে তারপর ওঁনারা জানাবেন কিভাবে কি করতে হবে। তবে যে–কাজই মুখ্যমন্ত্রী দেবেন তিনি তা ঠিকভাবে পালন করবেন।
ইন্দ্রাণী হালদার জানান, “আমি তো তৃণমূলের স্টার ক্যাম্পেনের মধ্যে আছি। সে–ব্যাপারেই কথাবার্তা বলতে দিদি আমায় ডেকেছিলেন। বিদায় নেওয়ার সময় হঠাৎ করেই এই দায়িত্ব সামলাবার কথা দিদি আমায় বলেন। আমার খুব ভাল লাগছে এই দায়িত্ব পেয়ে। আমি অভিভূত। এখন আপাতত নির্বাচনের কর্মসূচিতেই ব্যস্ত থাকব। গোটা বাংলা জুড়ে প্রায় ৩০টি সভা করতে হবে আমায়। যেহেতু নির্বাচনের কাজ, তাই রাজনৈতিক বক্তব্য তো থাকবেই। তবে তার সঙ্গে সংস্কৃতির ব্যাপারটাও থাকবে”।