প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেকে ‘দেশের চৌকিদার’ বলে দাবি করলেও রাফাল দুর্নীতি প্রসঙ্গে গোটা দেশের বিরোধীদের একই অভিযোগ, ‘চৌকিদার চোর হ্যায়’। এ নিয়ে সাম্প্রতিক কালে একাধিক বার বিপাকে পড়েছে গেরুয়া শিবির। ভোটের মুখেও বিজেপিকে চাপে রাখতে, নিজেদের বিজ্ঞাপনে রাফাল ইস্যুকেই হাতিয়ার করেছিল কংগ্রেস। তবে রাফাল চুক্তির উল্লেখ থাকায় কংগ্রেসের ৬টি বিজ্ঞাপনকে ছাড়পত্র দিল না নির্বাচন কমিশন।
প্রসঙ্গত, মধ্যপ্রদেশে নির্বাচনের আগে দেখানোর জন্য তৈরি করা হয়েছিল এই বিজ্ঞাপনগুলি। ছাড়পত্রের জন্য পাঠানো ৯টি বিজ্ঞাপনের মধ্যে ৬টিকেই বাতিল করে দিয়েছে কমিশন। নির্বাচন কমিশন সূত্রের খবর, রাফাল চুক্তির মতো বিচারাধীন ইস্যু নিয়ে মন্তব্য থাকায় বাতিল করা হয়েছে বিজ্ঞাপনগুলি। কমিশনের এক আধিকারিক জানিয়েছেন, ‘কংগ্রেসের বিজ্ঞাপন নিয়ে আমাদের কাছে বেশ কয়েকটি আবেদন জমা পড়েছে। তবে মোট ১২টি বিজ্ঞাপনে ছাড়পত্র দিয়েছি আমরা। ৬টিকে আটকানো হয়েছে। বিজ্ঞাপনে বিশেষ ভাবে সক্ষমদের যে ভাবে দেখানো হয়েছে তাতেও আপত্তি জানিয়েছেন অনেকে।’
বিজ্ঞাপন বাতিল প্রসঙ্গে মধ্যপ্রদেশের মুখ্য নির্বাচনী আধিকারিক ভিএল কান্ত রাও বলেন, ‘নির্বাচনী বিজ্ঞাপনে ছাড়পত্র আদায়ের পদ্ধতি মেনে আপিল করার সুযোগ রয়েছে কংগ্রেসের সামনে।’ অন্যদিকে, শীঘ্রই আপিল করা হবে বলে জানিয়ে দিয়েছেন মধ্যপ্রদেশ কংগ্রেসের মিডিয়া সেলের প্রধান শোভা ওঝা। উল্লেখ্য, এর আগেও মোদীকে আক্রমণ করতে রাফাল ইস্যুকে অস্ত্র করেছে রাহুলের দল। তৃণমূলও রাফাল নিয়ে বারবারই প্রধানমন্ত্রীকে দুষেছেন। তবে এবার এই বিচারাধীন ইস্যু নিয়ে বিজ্ঞাপনে আপত্তি জানাল কমিশন।