চলতি মরশুমের আইপিলে চেন্নাই সুপার কিংসের টানা তিন বার জয়। রবিবার রাজস্থান রয়্যালসকে ৮ রানে হারিয়ে পয়েন্ট টেবিলে একে উঠে পড়ল ধোনির চেন্নাই। গতকাল ৪.৫ ওভারে যখন পাঁচ নম্বরে ব্যাট করতে এসেছিলেন তখন চেন্নাই সুপার কিংসের স্কোর ছিল ২৭-৩। সেখান থেকে ২০ ওভার শেষে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আগে ব্যাট করে সিএসকে-র স্কোর হল ১৭৫-৫। রাতের চেন্নাই দেখল মহেন্দ্র সিংহ ধোনির পরিচিত সেই মেজাজ। ৪৬ বলে অপরাজিত ৭৫। মারলেন চারটি বাউন্ডারি এবং চারটি ছয়। ৮৮ রানের মধ্যে চার উইকেট হারিয়ে প্রবল চাপে পড়ে গেছিল চেন্নাই। কিন্তু ফের জয়ের আশা জেগে উঠল ধোনির ব্যাটিংয়েই।
ম্যাচের সেরা হয়ে পুরস্কার নিতে এসে মাহি বলেন, “আমি যে সময়ে খেলতে নেমেছিলাম, তখন দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা বড় পার্টনারশিপের প্রয়োজন ছিল। সেটা মনে রেখেই আমরা খেলেছি। লোকে ঘনঘন দলে পরিবর্তনের সম্ভাবনা নিয়ে অনেক কথাবার্তা বলেন। কিন্তু আমি মনে করি, একান্তই প্রয়োজন না পড়লে দল অবিকৃত রাখাই ভাল। আর তা ছাড়া রাজস্থান রয়্যালস দলে ডান হাতি ব্যাটসম্যানের সংখ্যা বেশি বলেই হরভজনকে খেলাইনি”।
সম্প্রতি আশ্চর্য স্পিনার ইমরান তাহির এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ধোনির নেতৃত্বেই চেন্নাই সুপার কিংস ক্রমশ শক্তিশালী হয়ে উঠছেন। তিন ম্যাচে হ্যাটট্রিক জয় মাহির অসাধারণ অধিনায়কত্বের ফল। প্রথমার্ধে চেন্নাই সুপার কিংস অধিনায়ক যেখানে থামলেন, সেখান থেকে টানা তিন নম্বর ম্যাচ জয়ের অভিযান শুরু করলেন ইমরান তাহিররা। ধোনি আবার ইমরান তাহিরের প্রশংসা করে বলেছেন, “শিশিরের জন্য এই উইকেটে ফিঙ্গার স্পিনারদের কাজ সহজ হত না। তাই রিস্ট স্পিনার ব্যবহার করেছি। ইমরান কিন্তু এ দিন দারুণ বল করেছে”।