উত্তরপ্রদেশের দাদরিতে গোমাংস রাখার গুজব ছড়িয়ে একদল উন্মত্ত জনতার হাতে খুন হতে হয়েছিল মহম্মদ আখলাক নামে এক মুসলিমকে। ওই ঘটনার মূল অভিযুক্ত বিশাল রানা এখন জামিনে জেলের বাইরে। সেই রানাকেই দেখা গেল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সভায়। দর্শকাসনের সামনের সারিতে বসে যোগীর নামে জয়ধ্বনি দিতেও দেখা গেল বিশাল রানাকে। সেই ছবি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে বিতর্ক।
যে জায়গায় আখলাককে হত্যা করা হয়েছিল, সেই গ্রেটার নয়ডার বিসারা গ্রামে জনসভা ছিল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। চারজন অভিযুক্তের মধ্যে মূল অভিযুক্ত বিশাল রানাকে সভার প্রথম সারিতে বসে আদিত্যনাথের জন্য হাততালি দিতে দেখা যায়। প্রসঙ্গত, ২০১৫ সালের সেপ্টেম্বরে ৫৫ বছরের মহম্মদ আখলাককে বাড়ি থেকে টেনে বের করে আনা হয়। তাঁর ওপর অভিযোগ উঠেছিল যে তিনি গরু মেরে তার মাংস ফ্রিজে রেখে দিয়েছেন। উন্মত্ত জনতার রোষ থেকে বাদ যায়নি আখলাকের ছেলে দানিশও। তাঁকে বেধড়ক মারধর করা হয়। আখলাকের পরিবারকে গ্রাম ছাড়তে বাধ্য করে। আখলাকের হত্যার পর দাদরি গ্রাম দু’ভাগে ভাগ হয়ে যায়।
যোগী আদিত্যনাথ এই গণহত্যার বিষয়টিও তুলে ধরেন জনসভায়। যোগী বলেন, ‘বিসারাতে কি ঘটেছিল তা কারোর মনে নেই? সকলে তা জানেন। কি নির্লজ্জভভাবে সমাজবাদী পার্টির সরকার ঘটনাটিকে দমন করার চেষ্টা করেছিল। আমি বলব আমাদের সরকার আসার পর দ্রুত বেআইনি কসাইখানা বন্ধ করতে সফল হয়েছে এবং এ ব্যাপারে কড়া পদক্ষেপ গ্রহণ করেছে।’ আদিত্যনাথ এই কেন্দ্রে বিজেপি প্রার্থী মহেশ শর্মার হয়ে প্রচারে এসেছিলেন।
