প্রচারে চমক দিতে গিয়ে নরেন্দ্র মোদীর উজ্জ্বলা যোজনাকে প্রশ্নের মুখে ফেলে দিলেন বিজেপি প্রার্থী সম্বিত পাত্র। প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন, সমস্ত দরিদ্র পরিবারে গ্যাস সংযোগ পৌছে দিয়েছে তাঁর সরকার। কিন্তু প্রচারে বেরিয়ে এক দরিদ্র পরিবারের সঙ্গে বসে মধ্যাহ্নভোজনের ভিডিও পোস্ট করেন সম্বিত। সেখানে দেখা যাচ্ছে ওই পরিবার উনুনে রান্না করছেন। এই থেকেই শুরু হয় বিতর্ক। এমন ছবি প্রকাশ্যে আসতে বেকায়দায় পড়েছে বিজেপিও।
সম্বিত পাত্র এদিন পুরীর এক দরিদ্র পরিবারের সঙ্গে বসে মধ্যাহ্ন ভোজ সারেন। কলাপাতায় ঐতিহ্যশালী ওড়িয়া খাবারের সঙ্গে এদিন আলাদা মেজাজে দেখা যায় সম্বিত পাত্রকে। তবে ভিডিওতে দেখা যায়, যে পরিবারের সঙ্গে বসে সম্বিত খাচ্ছেন, সেখানে গ্যাস সিলিন্ডারের সংযোগ নেই বরং উনুনে হচ্ছে রান্না। আর তা থেকেই শুরু হয় বিতর্ক। বিরোধীরা প্রশ্ন তোলেন, মোদী যদি সত্যিই উজ্জ্বলা যোজনার আওতায় দেশের সমস্ত ঘরে গ্যাসের সংযোগ পৌঁছে দিয়ে থাকেন, তাহলে এই পরিবারটি তা পায়নি কেন? পাশাপাশি উজ্জ্বলা যোজনার সাফল্য নিয়েও প্রশ্ন তোলের বিরোধীরা।
আসন্ন লোকসভা ভোটেও সব দরিদ্র পরিবারকে গ্যাসের সংযোগ দেওয়াকে হাতিয়ার করেছে বিজেপি। কিন্তু সম্বিত পাত্রের প্রচারে সেই ইস্যু ধাক্কা খেল বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সমস্ত দরিদ্র পরিবারে গ্যাস সংযোগ পৌঁছে দেওয়াটাও মোদী সরকারের একটি জুমলা মাত্র। তা না হলে বিজেপি প্রার্থী যে পরিবারের সঙ্গে মধ্যাহ্নভোজন সারলেন সেই পরিবারে গ্যাস সংযোগ নেই কেন? তাঁদের মতে, বিজেপি প্রার্থী সম্বিত পাত্র প্রচারের চমক দিতে গিয়ে দলকেই ডুবিয়েছেন। সত্যি ঘটনা সবার সামনে চলে এসেছে।
