১৯১৭ সালে এক জুলাই পরাধীন ভারতে জন্মেছিলেন তিনি। শ্যাম শরণ নেগির বয়স এখন ১০২ বছর। দেশের একমাত্র প্রবীণতম ভোটার তিনি। হিমাচল প্রদেশের কিন্নর জেলার বাসিন্দা শতোর্ধ এই ভোটারকে নিয়ে এবার একটু বেশিই চিন্তিত নির্বাচন কমিশন। ২০০৭ সালের জুলাই মাসে হিমাচল প্রদেশের অতিরিক্ত মুখ্য সচিব মণিশা নন্দাই প্রথম তাঁকে চিহ্নিত করেছিলেন। সেসময় নেগির বয়স ছিল ৯২ বছর। নন্দাই প্রথম নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেন। এবং হিমাচলের কিন্নরে তাঁর বাড়িতে কমিশনের আধিকারিকদের নিয়ে গিয়েছিলেন।
স্বাধীন ভারতে যতবার সাধারণ নির্বাচন হয়েছে প্রতিবারই নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন নেগি। কারণ নিজের ভোটাধিকার নিয়ে এখনও যথেষ্ট সচেতন, গ্রামের সকলকে আজও তিনিই ভোট দানের কথা বলেন। হিমাচল প্রদেশের মান্ডি লোকসভা কেন্দ্রের ভোটার নেগি। সব ঠিক থাকলে এবারও দেশের প্রথম ভোটার হিসেবেই ভোটদান করবেন তিনি। কিন্নরের কল্পা গ্রামে পরিচিত মুখ তিনি। গ্রামের স্কুলেই একসময় শিক্ষকতা করতেন তিনি। তাঁর ছেলে চন্দ্র প্রকাশ জানিয়েছেন, যেবার প্রথম সাধারণ নির্বাচন হয় দেশে সেবার গ্রামে ভোটের ডিউটি পড়েছিল তাঁর বাবার। সেসময়ই তিনি অন্যন্য কর্মকর্তাদের অনুরোধ করে ভোট দিয়েছিলেন সেই কেন্দ্রে। সেই থেকেই স্বাধীন ভারতের প্রথম ভোটার হয়ে যান নেগি।