আসন্ন লোকসভা ভোটে বারাণসীতে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সম্মুখ সমরে নামতে পারেন প্রিয়াঙ্কা গান্ধী! হতে পারেন বারাণসী কেন্দ্রের কংগ্রেস প্রার্থী! বৃহস্পতিবার সেই জল্পনা উস্কে দিলেন প্রিয়াঙ্কা নিজেই। গতকাল দলের নেতা-কর্মীরা তাঁকে রায়বরেলীতে প্রার্থী হওয়ার আর্জি জানাতেই জবাবে তিনি তাঁদের উদ্দেশ্যে এই প্রশ্ন ছুঁড়ে দেন, ‘বারাণসী নয় কেন?’
প্রিয়াঙ্কার এই মন্তব্যের পরই রাজনৈতিক মহলে তুমুল শোরগোল পড়ে যায়। সংবাদমাধ্যমেও শুরু হয় তৎপরতা। তবে কি সত্যিই বারাণসী কেন্দ্র থেকে মোদীর বিরুদ্ধে প্রার্থী হচ্ছেন প্রিয়াঙ্কা? তাঁর মন্তব্যের ভিত্তি কতটা, কতটা জল্পনা, সম্ভাবনাই বা কতটা—সে সব নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে চুলচেরা বিশ্লেষণ।
প্রসঙ্গত, তিনি উত্তরপ্রদেশের যে প্রান্তেই যাচ্ছেন, অত্যুৎসাহী কংগ্রেস কর্মী-সমর্থকরা তাঁর কাছে আবদার করছেন, তাঁদের কেন্দ্রে প্রার্থী হোন প্রিয়াঙ্কা। সেই প্রশ্নের উত্তরে দিনকয়েক আগেই তিনি বলেছিলেন, কংগ্রেস চাইলেই তিনি প্রার্থী হবেন।
এমনিতেই লোকসভা ভোটে প্রিয়াঙ্কা প্রার্থী হবেন কিনা, বা হলে কোথা থেকে লড়বেন, তা নিয়ে রাজনৈতিক শিবিরে তুমুল কৌতূহল। কিন্তু কংগ্রেস বা প্রিয়াঙ্কা— কোনও তরফেই নিশ্চিত কোনও তথ্য মেলেনি।
প্রিয়াঙ্কা সক্রিয় রাজনীতিতে আসার ঘোষণার পরই জল্পনা তৈরি হয়েছিল, তাঁর মা সোনিয়া গান্ধীর কেন্দ্র রায়বরেলী থেকে প্রার্থী হতে পারেন তিনি। কিন্তু প্রথম প্রার্থী তালিকাতেই রায়বরেলী আসনে ফের সোনিয়াকেই প্রার্থী ঘোষণা করে কংগ্রেস।
বৃহস্পতিবার সেই রায়বরেলীতেই ভোট প্রচারে যান প্রিয়াঙ্কা। সেখানে দলের নেতা-কর্মীদের আবেদন, তিনি ভোটে দাঁড়ান, এবং আসন হোক রায়বরেলী। এই প্রসঙ্গেই হালকা চালে কর্মীদের তিনি বলেন, ‘রায়বরেলী কেন? বারাণসী নয় কেন?’
উল্লেখ্য, ২০১৪ সালের লোকসভা ভোটে বারাণসী কেন্দ্রের সঙ্গে থেকে গুজরাতের ভদোদরা থেকে প্রার্থী হয়েছিলেন নরেন্দ্র মোদী। দু’টিতে জিতলেও পরে ভদোদরা কেন্দ্র থেকে ইস্তফা দিয়েছিলেন তিনি। ফলে গত পাঁচ বছর এই বারাণসী কেন্দ্রেরই সাংসদ মোদী। এবার ওই আসনেই তিনি প্রার্থী হচ্ছেন বলে বিজেপি ঘোষণা করে দিয়েছে।
অন্যদিকে, অখিলেশ-মায়াবতীর জোট এখনও এই কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেনি। কংগ্রেসের প্রার্থীর নামও জানানো হয়নি। ফলে হালকা চালে বললেও প্রিয়াঙ্কার মন্তব্য যে নেহাতই কথার কথা নয় এমনটাই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। সকলের চোখই এখন কংগ্রেসের পরের দফার প্রার্থী তালিকার দিকেই।